হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রধান আসামি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: আমার দেশ

র‍্যাব-৯-এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি সামিউল হক অনিককেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত স্কুলছাত্রী মাধবপুর উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা এবং জগদীশপুর জেসি হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সামিউল হক অনিক (২৫) ভিকটিমের পাশের বাসায় তার স্ত্রীসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পেরে বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকি দেন।

গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পর ভিকটিম আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ভিকটিমের বাবা জানতে পারেন, স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে সড়ক থেকে সামিউল হক অনিক ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করে এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

গ্রেপ্তার অনিক ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার করা আসামি ও ভিকটিমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা,'না' মানে দিল্লির দালালী

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি নেই প্রত্যাশার চেয়ে ভালো

জিয়া-খালেদা জিয়ার কারণেই মানুষ বিএনপিকে পছন্দ করে: মুক্তাদির