হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো. সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং আমার দেশ এর জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এ সময় আরও বক্তব্য দেন, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে। শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পাহাড়ি এলাকার ওই আঞ্চলিক মহাসড়কে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এসময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহন চালককে প্রচলিত সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।

মাধবপুরে ডেভিল হান্টে অভিযানে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শৈত্যপ্রবাহের শঙ্কা

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সুখে-দুঃখে আমাকে পাশে পাবেন: অলিউল্লাহ নোমান

আনিসুল-নাছিরকে রেখেই কামরুল-পাবেল: কার ভাগ্যে ঝুলছে ধানের শীষ

খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ সিলেট

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত