হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার সকার সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, হানিফ মিযা (৬০)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনা পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার পথে রয়েল পরিবহনের একটি বাস কুমিল্লা যাওয়ার পথে এ দুঘর্টনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হযেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে একজন মারা গেছেন।