হোম > সারা দেশ > সিলেট

গৃহবিবাদে বিভক্ত বিএনপি, অবস্থান সংহত জামায়াতের

সুনামগঞ্জে ভোটের হাওয়া

জসীম উদ্দিন, সুনামগঞ্জ

নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে। গণসংযোগ, গণমিছিল, উঠান বৈঠকে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে। গণসংযোগ, গণমিছিল, উঠান বৈঠকে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। তবে এতে উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ গৃহবিবাদ। মনোনয়নপ্রাপ্ত ও বঞ্চিতদের দ্বন্দ্বে তৃণমূলে দেখা দিয়েছে বিভ্রান্তি ও কোন্দল, যা কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে। অন্যদিকে, এককপ্রার্থী ঘোষণা করে সুশৃঙ্খল প্রচারের মাধ্যমে ভোটের মাঠে নিজেদের অবস্থান সংহত করছে জামায়াতে ইসলামী।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। জোটগত সমীকরণ ও একাধিক প্রার্থীর কারণে দুটি আসন ফাঁকা রাখা হয়। তবে প্রার্থী ঘোষণার পর থেকেই দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করে।

মনোনয়নপ্রাপ্ত নেতারা যখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ‘৩১ দফা’ নিয়ে জনগণের দুয়ারে যাচ্ছেন, তখন মনোনয়নবঞ্চিতরা হাল ছাড়তে নারাজ। প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে তারা পাল্টা সমাবেশ, শোডাউন করায় সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি ও কোন্দল বাড়ছে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা- মধ্যনগর) আসনে বিএনপির দলীয় কোন্দল সংঘাতে রূপ নিয়েছে। কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হককে এখানে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তবে তা মানতে নারাজ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

গত ১৯ নভেম্বর তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও বাজারে আনিসুল হক ও কামরুজ্জামান কামরুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন ২০ নভেম্বর জামালগঞ্জের সেলিমগঞ্জ বাজারে বিশাল জনসমাবেশ করে শক্তি প্রদর্শন করেন মনোনয়নবঞ্চিত নেতা মাহবুবুর রহমানের সমর্থকরা।

মাহবুবুর রহমান মাহবুব বলেন, স্বাধীনতার পর থেকে জামালগঞ্জবাসী কোনো এমপি পাননি। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আমি মনোনয়ন চেয়েছি। আমি দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিলাম। দলের প্রাথমিক মনোনয়নে আমার নাম না থাকায় এ আসনের মানুষ হতবাক হয়েছেন। আমি আশাবাদী দল পূনর্মূল্যায়নে আমাকে বিবেচনা করবে।

এদিকে, গত শনিবার ও রোববার বিকালে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এবং জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির তাহিরপুর গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে, বাদাঘাট বাজারে সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল।

তৃণমূল নেতারা বলছেন, বিএনপির প্রার্থীকে ঘিরে তৃণমূল বিএনপিতে গ্রুপিং সহিংসতায় রূপ নিচ্ছে, বাড়ছে বিভক্তি। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন না হলে আগামী নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদুল হুদা বলেন, তাহিরপুর উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী আনিসুল হকের পক্ষে আছেন, তবে কিছু নেতাকর্মী কামরুলের পক্ষ নিয়েছেন। এতে কিছুটা বিভক্তি দেখা দিলেও চূড়ান্ত মনোনয়নের পর সে বিভক্তি কেটে যাবে।

মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল বলেন, আমি দলের দুর্দিনে রাজপথ থেকে আন্দোলন করেছি। জেল জুলুম খেটেছি। প্রাথমিক মনোনয়ন থেকে আমাকে বাদ দেওয়ায় দলের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। বিএনপির বিশাল একটি অংশ আমার পক্ষে কাজ করছেন। আশা করি দল চূড়ান্ত রাউন্ডে আমাকে মূল্যায়ন করবে।

ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত আনিসুল হক বলেন, দল অনেক যাচাই-বাছাই করেই আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মনোনয়নবঞ্চিতদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করি বিভক্তি কেটে যাবে।

এদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনেও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন মনোনয়ন পেলেও মাঠ ছাড়েননি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির হেভিওয়েট নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। গত ১৫ নভেম্বর প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটিয়ে তিনি বিশাল গণমিছিল করেন। মিছিল-মিটিংকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।

ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু বলেন, দলের হাইকমান্ড জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের উচিত তার পক্ষে কাজ করা। যিনি বঞ্চিত হয়েছেন তিনি প্রাথমিকভাবে কষ্ট পেলেও আমরা মনে করি দলের স্বার্থে তিনি ধানের শীষের পক্ষে আসবেন।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার বলেন, ২০১৮ সালে মিজান চৌধুরী ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার তখন তার বিজয় ছিনিয়ে নিয়েছিল। এই আক্ষেপ এখনো এই আসনের সাধারণ মানুষের মনে দানা বেঁধে আছে। গত ১৬ বছর দলের দুর্দিনে শত বাধাবিপত্তি ডিঙিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন মিজান চৌধুরী। তিনি মনোনয়ন না পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ কষ্ট পেয়েছেন। তাই আমি আশা করি দলের হাইকমান্ড ছাতক-দোয়ারাবাজারের মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে মিজান চৌধুরীকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়ন করবেন।

বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী বলেন, দল আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেওয়ায় ভোটাররা কষ্ট পেয়েছেন, আমিও স্তম্ভিত হয়েছি। তবে হতাশ হবেন না, এটা প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত নয়। তিনি আরো বলেন, ভোটাররা আমাকে চান। প্রতিদিন প্রার্থী পুনর্মূল্যায়নের দাবিতে মিছিল-মিটিং হচ্ছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) মর্যাদাপূর্ণ এই আসনেও বিদ্রোহের সুর। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে মনোনয়ন দেওয়া হলেও তা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার এম আনোয়ার হোসেন। গত ২০ নভেম্বর তিনি শান্তিগঞ্জে বড় সমাবেশ করেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই আসনে মনোনয়নবঞ্চিত আব্দুস সাত্তার ছাড়া মেজর আশফাক সামী ও আব্দুল কাহারসহ অন্যরা আনোয়ার হোসেনকে সমর্থন দিতে পারেন। ফলে এ আসনে নির্বাচন ‘আঞ্চলিক মেরূকরণের’ দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বিএনপির এ ছন্নছাড়া অবস্থার সুযোগের সদ্ব্যবহার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একক প্রার্থী ঘোষণা করায় নেই অভ্যন্তরীণ কোন্দল। প্রতিদিন নারী ও পুরুষ কর্মীরা আলাদা দলে ভাগ হয়ে সুশৃঙ্খলভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। ফলে ভোটের মাঠে দলটির আধিপত্য ও জনসমর্থন ক্রমেই বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই বিএনপির এই ‘গৃহদাহ’ নিরসন না হলে আগামী নির্বাচনে দলটিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বঞ্চিতদের ক্ষোভ প্রশমন এবং বিদ্রোহী প্রার্থীদের ম্যানেজ করাই এখন বিএনপির হাইকমান্ডের সামনে বড় পরীক্ষা।

ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীরা

মৌলভীবাজারে জামায়াতসহ ৮ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ উৎসবমুখর পরিবেশে চলছে রেড ক্রিসেন্টের ভোট

‘শান্তিগঞ্জ মডেল’ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে

আ.লীগের ভোটারদের নিরাপত্তা দেবে বিএনপি: বললেন ধানের শীষের প্রার্থী

দুই ঘণ্টা ধরে বিকল কালনী এক্সপ্রেসের ইঞ্জিন, যাত্রীদের ভোগান্তি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সিলেট বিভাগে নারীসহ ৪ নতুন পুলিশ সুপার নিয়োগ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন

মৌলভীবাজারের উন্নয়নই আমার রাজনীতি: নাসের রহমান