চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রকোপ বেড়েছে। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয় এবং আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা।