হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

সিলেট ব্যুরো

সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্নস্হানে গণসংযোগকালে একথা বলেন। সিলেটের মানুষ স্বতস্ফুর্ত:ভাবে ধানের শীষেকে বিজয়ী করতে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি মন্তব্য করেন।

নগরীর পাঠানটুলা এলাকায় থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে কর্মসূচির শুরু হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি বিশাল গণমিছিলে রূপ নেয়।

পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা। খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি। এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন,জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে, খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষকে সমর্থন জানিয়েছে লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা। লাক্কাতুরায় সোমবাররাতে এক জনসভায় শতশত চা শ্রমিকরা এক বাক্যে ধানের শীষকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে চা শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে।

তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন: বিএনপির প্রার্থী কামরুল

শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ

সিলেট ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

পোস্টারবিহীন প্রচারে হাওরাঞ্চলে নেই উৎসবের আমেজ

স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ

সুনামগঞ্জে ঘোড়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা

এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো: গোলাম রব্বানী সোহেল

মাদকমুক্ত আসন গড়ার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী কামরুলের

অভিযোগ আর ওয়ারেন্ট ছাড়াই নিরপরাধ মানুষ ধরেন এসআই নাজমুল