হোম > সারা দেশ > সিলেট

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

সিলেট ব্যুরো

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) ক্যাম্পাসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব’ শিরোনামের সুর ও স্বাদের এ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্ঠা রানা এম লুৎফুর রহমান পীর।

এনইইউবি কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সেক্রেটারি সৈকত দেব শাওন প্রমুখ।

দিনব্যাপী এ পিঠা উৎসবে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লোক ঐতিহ্যের এ পিঠা উৎসবে ২৫টি স্টলে শিক্ষার্থীরা পিঠার পসরা সাজান। নানা বাহারী পিঠা উৎসবে স্থান পায়। পিঠা উৎসবের টাইটেল স্পনসর ফ্লাইওভার এডুকেশন, গোল্ড স্পনসর কাবসা রেস্টুরেন্ট, ডেজার্ট পার্টনার আইসবার্গ সিলেট।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা, পিয়াস ও এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যরা।

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা,'না' মানে দিল্লির দালালী

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি নেই প্রত্যাশার চেয়ে ভালো

জিয়া-খালেদা জিয়ার কারণেই মানুষ বিএনপিকে পছন্দ করে: মুক্তাদির

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪৯

আগামীর বাংলাদেশ হবে আজাদীর বাংলাদেশ: মামুনুল হক

এবার ভোট করবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে: বিএনপির প্রার্থী গউছ