হোম > জাতীয়

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে ।

সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হাদির জন্য যখন বলেছে বাইরে পাঠানো হবে তো, অর্থমন্ত্রালয়কে আমরা বলেছি যাই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার এম্বুলেন্সে নিতে হবে।

কিন্তু অর্থমন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়তো অর্থ আমরা হিসাব করব এই ব্যাপারে কোন দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি সরকার অর্থের মতামত চেয়েছে আমরা বলে দিয়েছি যে কোন সময় আমরা প্রস্তুত।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। প্রস্তুতিমূলক কাজগুলো নির্বাচন কমিশন খুব ভালোভাবেই করেছে। এখন প্রয়োজন বাস্তবায়ন।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনি বাজেট বাড়বে। ইসি এখনও চহিদাপত্র পাঠায়নি। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে, এক্ষেত্রে রিজার্ভেশন থাকবে না।

তিনি আরো বলেন, সার্বিকভাবে ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। তবে পৃথিবীর কোনো দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব না।

বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ১৭ হাজার

চলতি মাসে যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

চালের দাম বাড়ানোর সুযোগ খুঁজছে সিন্ডিকেট

ডিসেম্বরের ১৩ দিনে এসেছে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৭ ব্যাংকের ৫০-৯৯ শতাংশ ঋণই খেলাপি

রেমিট্যান্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি

পর্দা নামল ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার

এক লাফে সোনার দাম বাড়ল ভরিতে সাড়ে ৩ হাজার টাকা

সোনার দাম ২০২৬ সালে উঠতে পারে ৪,৯০০ ডলারে

পেঁয়াজ আমদানিতে শিথিলতা: দৈনিক ২০০ আইপি অনুমোদন