হোম > ফিচার > এক্কাদোক্কা

নতুন বছরের অঙ্গীকার

আব্দুস সাত্তার সুমন

সেদিন আকাশটা একটু অদ্ভুত ছিল। না পুরো মেঘলা, না পুরো পরিষ্কার। সাঈদ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। টুপটাপ করে পানি পড়ছে আর রাস্তার ধুলো ধুয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, এই বৃষ্টি কি নতুন বছরের মতো নয়? পুরোনো ময়লা ধুয়ে দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে।

আজ নতুন বছর। কিন্তু সাঈদের মনটা ভারী। কারণ গত বছরটা তার খুব ভালো যায়নি।

স্কুলে যাওয়ার সময় সাঈদের মনে পড়ল, গত বছর এই স্কুলেই সে একটা ভুল করেছিল। তার বন্ধু রাশেদ সেদিন দোষ না করেও শিক্ষকের বকা খেয়েছিল। আর সাঈদ চুপ করে দাঁড়িয়ে ছিল। সে জানত, সত্য বললে রাশেদ বাঁচত। কিন্তু ভয় পেয়েছিল। সেদিন থেকেই সাঈদের বুকের ভেতরে একটা ছোট কাঁটা গেঁথে ছিল। আজ নতুন বছর। কিন্তু সেই কাঁটা এখনো রয়ে গেছে।

ক্লাসে ঢুকে স্যার বোর্ডে লেখলেন, নতুন বছর মানে কী?

সবাই হাত তুলল।

নতুন জামা!

নতুন বই!

ছুটি!

স্যার হেসে বললেন, ভালো। কিন্তু আমি আরেকটা উত্তর চাই।

তারপর স্যারের চোখ সাঈদের দিকে পড়ল। স্যার জিজ্ঞেস করলেন, সাঈদ, তুমি কী বলবে?

সাঈদ ধীরে দাঁড়াল। তার বুক ধকধক করছে। সে বলল, নতুন বছর মানে… নিজেকে ঠিক করার সুযোগ।

ক্লাস হঠাৎ চুপ হয়ে গেল। স্যার মাথা নেড়ে বললেন, খুব সুন্দর উত্তর।

বাড়ি ফেরার পথে সাঈদ আর আগের মতো কথা বলছিল না। তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই নিজেকে ঠিক করতে চাই?

সে জানে, সে কখনো কখনো মিথ্যা বলে। নামাজে অলস হয়। ছোটদের সঙ্গে রাগ করে।

হঠাৎ সাঈদের মনে পড়ল একটি কথা—

রাসুল (সা.) বলেছেন

প্রকৃত ভালো মানুষ সে, যে খারাপ কাজ ছেড়ে দেয়।

(সহিহ বুখারি : ১০, সহিহ মুসলিম : ৪১)

সাঈদ থেমে দাঁড়াল।

সন্ধ্যায় সবাই যখন ব্যস্ত, সাঈদ চুপচাপ ঘরের এক কোণে বসে পড়ল। সে খুব সুন্দর করে কথা বলতে জানে না। তাই সে আল্লাহর সঙ্গে কথা বলল নিজের ভাষায়—হে আল্লাহ, আমি ভালো হতে চাই, কিন্তু পারি না। আপনি যদি সাহায্য করেন, আমি চেষ্টা করব।

সাঈদের চোখে পানি চলে এলো। তার মনে পড়ল আরেকটা আয়াত :

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ

আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।

(সুরা বাকারা : ২২২)

সাঈদ বুঝল, ভুল করলে শেষ নয়, ফিরে এলেই আল্লাহ খুশি হন।

পরদিন স্কুলে সাঈদ সোজা রাশেদের কাছে গেল। সে বলল, রাশেদ, গত বছরের সেদিনের জন্য আমি দুঃখিত। আমি সত্য বলিনি।

রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, ভালো হয়েছে তুমি বলেছ।

সাঈদের মনে এমন হালকা লাগল, যেন বুকের কাঁটাটা খুলে গেছে। সে বুঝল এটাই নতুন বছর।

সেদিন রাতে সাঈদ মনে মনে তিনটা কথা বলল, আমি মিথ্যা বললে সঙ্গে সঙ্গে তা সংশোধন করে নেব, ভুল হলে লুকাব না, আল্লাহর কাছে ফিরে আসব বারবার।

সাঈদ জানে, সে এক দিনেই ফেরেশতা হবে না। কিন্তু সে এটুকু জানে, আল্লাহ চেষ্টা করা মানুষকে ভালোবাসেন।

নতুন বছর কোনো আলোঝলমল নয়, নতুন বছর কোনো শব্দ নয়। নতুন বছর হলো, একটি নীরব সিদ্ধান্ত। আর সেদিন সাঈদ একটি সিদ্ধান্ত নিয়েছিল, আমি সঠিক পথে থাকতে চেষ্টা করব।

এটাই নতুন বছরের অঙ্গীকার।

খালেদা জিয়া সরকারের অর্থনৈতিক সংস্কার

চ্যাটজিপিটির উত্তরে হতবাক সবাই

জবিতে ডি-ইউনিটে বিশেষ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবি প্রেসক্লাবের পুনর্মিলনীতে বর্ণিল সাজে ক্যাম্পাস

শহীদ হাদি ও কবি নজরুলের কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিতরা

দেশে ৩৫ বছরে বেড়েছে ২৬ শতাংশ লবণাক্ত জমি

প্লান্টার ফ্যাসাইটিস কেন হয়

শীতে গলার স্বরে সমস্যা

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ