হোম > ফিচার > ক্যাম্পাস

২২ ডিসেম্বর জকসু নির্বাচন অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিলে ঘোষিত ২২ ডিসেম্বরের তারিখকে ‘সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই অবস্থান জানায়। লিখিত বক্তব্য পাঠ করেন জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ।

সংগঠনটির অভিযোগ, বছরের শেষ সময়ে যখন অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন না, তখন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত আসলে ভোটারদের অংশগ্রহণ সীমিত করার কৌশল হতে পারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডিসেম্বর মাসের শেষার্ধে একাডেমিক চাপ ও টিউশন শেষে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যান। তখন ২২ ডিসেম্বর নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নেই। এতে ভোটারদের অংশগ্রহণ কমে যাবে, যা একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করতে পারে—যা জকসু নির্বাচনের পরিবেশকেও প্রভাবিত করতে পারে।

সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে বারবার উদাসীন থেকেছে। বিবৃতিতে বলা হয়, “প্রশাসন কখনও শিক্ষার্থীবান্ধব ভূমিকা নেয়নি, বরং অনেক সময় বিরোধাত্মক অবস্থান নিয়েছে। এবারও এমন সময়ে তফসিল ঘোষণা করা হয়েছে, যা প্রমাণ করে প্রশাসন নির্বাচনের ব্যাপারে আন্তরিক নয়।”

২০০৫ সালে আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো আবাসন, নিরাপত্তা ও খাবারের মতো মৌলিক সংকটে ভুগছে উল্লেখ করে সংগঠনটি বলে, “এমন প্রেক্ষাপটে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জকসু নির্বাচনই পারে শিক্ষার্থীদের আশা জাগাতে।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নির্বাচন তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেছে, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন এগিয়ে আনা উচিত। পাশাপাশি ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের সময় সব পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ক্যাম্পাসে সাউন্ড বক্স ও মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জবি প্রশাসনের

রমজান উপলক্ষে জবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু

ঢাকা কলেজে শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ