হোম > ফিচার > ক্যাম্পাস

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুমাত্রিক গবেষণা অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান

ডুয়েটে দুইদিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

স্টাফ রিপোর্টার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এ সময় তিনি বলেন, জ্ঞাননির্ভর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তিকে মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করতে হবে। ডুয়েটের এই আন্তর্জাতিক কনফারেন্স সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরো বলেন,‘জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বৈষম্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের মত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুমাত্রিক গবেষণা অপরিহার্য। এই কনফারেন্স দেশি-বিদেশি গবেষণায় আন্তর্জাতিক সমন্বয় গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। তিনি ডুয়েটের গবেষণামুখী উদ্যোগের প্রশংসা করে কনফারেন্সের সফলতা কামনা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনফারেন্সের পৃষ্ঠপোষক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য এবং কী-নোট স্পীচ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন কনফারেন্স চেয়ার ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, কনফারেন্স টেকনিক্যাল চেয়ার ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, অর্গানাইজিং কো-চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু তালিব মো. কাওসার জামিল, অর্গানাইজিং কো-চেয়ার ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মে রায়হান এবং অর্গানাইজিং কো-চেয়ার ও মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. তহুরা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।

এছাড়া অনুষ্ঠানে আরো কী-নোট স্পীচ দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার গণিত ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌফিকুর খান ও ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. বিভা শর্মা।

কনফারেন্সের চীফ প্যাট্রন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা ও সামাজিক বিজ্ঞান ধারার সমন্বয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও বৈষম্যের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তঃবিভাগীয় জ্ঞান অপরিহার্য। এখন এমন সময় এসেছে, যখন প্রকৌশলীকে জানতে হবে সমাজ সম্পর্কে, আর মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীকে বুঝতে হবে প্রযুক্তি।

ডুয়েটের ভিশন তুলে ধরে তিনি বলেন, আমরা শুধু দক্ষ প্রকৌশলী তৈরি করতে চাই না; বরং এমন গ্লোবাল সিটিজেন তৈরি করতে চাই, যারা প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি নৈতিক দায়িত্বশীলতা ও সামাজিক সংবেদনশীলতায় গড়ে উঠবে। এ সময় তিনি এই আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজনের জন্য বিজ্ঞান অনুষদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে মোট ৫৩৪ টি পেপার উপস্থাপিত হচ্ছে এবং দেশ-বিদেশের প্রায় ৫০০ জন গবেষক ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

ছাত্রদলের ৩০ জনের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ১৮ জনই ছাত্রলীগের

শিক্ষার্থীদের আন্দোলনের পর বুয়েটছাত্র গ্রেপ্তার, কী হয়েছিল

আগামী সোমবার শাকসুর রোডম্যাপ: শাবিপ্রবির ভারপ্রাপ্ত ভিসি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

জোবায়েদ হত্যাকাণ্ডে আইনের ফাঁকে যেন কেউ বেরিয়ে না যায়

জোবায়েদ হত্যার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত কারাগারে

রাকসুর গ্যাজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর