হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসুতে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে ১৭ সদস্যের স্বতন্ত্র প্যানেল ঘোষণা

প্রতিনিধি, শাবিপ্রবি

দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিতব্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ‘সাধারণের ঐক্যস্বর’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনে ২৩টি পদ থাকলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭টিতে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করা হয়।

এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহয়ী শারদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে সিএসই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ সাইফুর রহমান (সিফাত) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হাফিজুর ইসলাম হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের অন্য পদে রয়েছেন সহ–ক্রীড়া সম্পাদক মাসুদ শাহরিয়ার, সমাজসেবা সম্পাদক পদে তাকভীর আহাম্মদ।

এছাড়া ছাত্রীবিষয়ক সম্পাদক পদে সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে হানিফ হাসান নিশান, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক সম্পাদক পদে আরমান হোসেন ইমন, পরিবহন সম্পাদক পদে জুবায়ের হোসেন সায়েম এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে তাছমিমা মাহফুজ (জেরিন) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের পাঁচ নির্বাহী সদস্য হলেন রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন, এহসানুল হক মিলন। এ প্যানেলে ক্রীড়া সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক, ক্যাফেটেরিয়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে কেউ নির্বাচন করবেন না।

দীর্ঘ ২৭ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে শাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে গত ২৪ নভেম্বর পুনঃতফসিল প্রকাশের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২০ জন শিক্ষক

বদরুন্নেসার শিক্ষা সফরে ঢাকা কলেজের বাস, শিক্ষার্থীদের ক্ষোভ

কলা ও মানবিক বিভাগ দিয়ে শুরু হবে জাবি ভর্তি পরীক্ষা

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নেতৃত্বে আমিনুর রশিদ ও আমিনুল ইসলাম

ঢাবিতে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন আওয়ামীপন্থি শিক্ষক জামাল

মানবাধিকার কর্মীর পরিচয়ে যারা গুম-খুন ও দমননীতিকে বৈধতা দিয়েছেন, তারা ‘জাতির শত্রু’

গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবি ছাত্রদলের মানববন্ধন

ছাত্রদলের সংঘর্ষে আহত সাকিবুল মারা গেছেন