হোম > ফিচার > ক্যাম্পাস

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, জাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ।

বিক্ষোভ মিছিলে, ‘আমার ভাই মরলো কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, গতকাল আমাদের ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জুবায়েদ হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাঁচ আগষ্টের পর ছাত্রদলের দুই নেতা পারভেজ ও সাম্যকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পাইনি। এ থেকে প্রমাণিত হয়, একটা গণতান্ত্রিক সরকার ছাড়া অপরাধের বিচার করা যায় না। আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জুবায়েদ হোসাইনের খুনিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, পাঁচ আগষ্টের পর আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করবে। গুম,খুন ধর্ষণের মতো বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিচার তো দূরের কথা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পারেনি। আমাদের ভাই পারভেজ ও সাম্যকে কিছুদিন আগেই হারিয়েছি এবং গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যা করা হয়েছে। অতীতের ঘটনাগুলোর যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে আমাদের এ ধরণের ঘটনা দেখতে হতো না। আমরা বলতে চাই, অবিলম্বে জুবায়েদ হোসাইনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

শাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জবি শাখার নেতৃত্বে জহিরুল–ফাহিম

বিচার যেন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে: জবি উপাচার্য

গবেষণা ও উদ্ভাবনের নবদিগন্তে

দীপাবলির আলোয় জোবায়েদ স্মরণে জবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

নকল গবেষণাপত্র বিতর্ক: শেকৃবি ভিসির সিভিতেই যুক্ত ছিল সেই প্রবন্ধ

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

জুবায়েদ হত্যার বিচারের অগ্রগতি না হলে কর্মসূচির হুঁশিয়ারি