হোম > ফিচার > এক্কাদোক্কা

ঠান্ডা মজা

শাহনেওয়াজ চৌধুরী

তাকরিম সবে হাঁটি হাঁটি পা পা! তার পছন্দ চকোলেট, চিপস, জুস, কেক ইত্যাদি। এসব খাবারকে সে বলে ‘মজা’। বড় মামাকে নিয়ে সে মজার দোকানে যায়। দোকানে এসে এটা নেবে, ওটা নেবে করে ঠিক করে উঠতে পারে না কোনটা নেবে! আসলে অনেক অনেক মজার খাবার দেখে তাকরিম বুঝে উঠতে পারে না কোনটা ছেড়ে কোনটা নেবে! মামা তার পছন্দের খাবার কিনে দেন।

তাকরিম একদিন মামাকে বলল, ‘মামা, ঠান্ডা মজা কিনে দাও।’

মামা বুঝতে পারেন নাÑঠান্ডা মজা কী! ভাবেনÑঠান্ডা জুস চাইছে হয়তো!

‘ঠান্ডা মজা কী?’ মামা জানতে চান।

তাকরিমের তাড়াÑ‘মামা দোকানে চলো।’

মামা ভাবেনÑদোকানে গেলেই ঠান্ডা মজা চেনা যাবে।

তাকরিমকে নিয়ে দোকানে এলেন মামা। আগের মতোই চকোলেট, চিপস, জুস, কেক দেখিয়ে দিল তাকরিম।

মামা ভাবেনÑএসব তো আগের জিনিসগুলোই। ঠান্ডা মজা তাহলে কী? ‘এগুলো নেবে তাকরিম?’

হ্যাঁ-সূচক মাথা নাড়ে তাকরিম। তবে মামা খেয়াল করলেনÑআগের মতো জোর দিয়ে জিনিসগুলো চাইছে না সে।

পরক্ষণেই পাশে তাকিয়ে তাকরিম বলেÑ‘মামা, ঠান্ডা মজা নেব।’

মামা এবার তাকরিমের দৃষ্টি অনুসরণ করে দেখলেনÑতাকরিম দোকানের একপাশে আইসক্রিম রাখা ফ্রিজ দেখাচ্ছে। এতক্ষণে মামা বুঝলেনÑতাকরিম যেহেতু আইসক্রিমের ফ্রিজ দেখাচ্ছে, সেহেতু ওখানেই আছে ঠান্ডা মজা।

ডিপ ফ্রিজের গ্লাস ভেদ করে সাজিয়ে রাখা মজার মজার আইসক্রিম দেখা যাচ্ছে।

মামা বলেন, ‘আইসক্রিম খেলে ঠান্ডা লেগে গলাব্যথা হবে।’ তাকরিমের বায়না ঠান্ডা মজাতেই।

মামা একটু ভোলানোর চেষ্টা করতে চকোলেট, চিপস, জুস, কেক দেখালেন আবার। ‘বলো কোনটা নেবে।’

তাকরিমের এখন চকোলেট, চিপস, জুস, কেকে মনোযোগ নেই। সে আইসক্রিমই নেবে।

মামা জিজ্ঞেস করেন কোনটা নেবে?’

তাকরিম কোণ আইসক্রিম দেখিয়ে দিল।

মামা এবার অন্যান্য আইসক্রিম দেখিয়ে একে একে জিজ্ঞেস করলেনÑ‘এটা নেবে? এটা?’

তাকরিম কোণ আইসক্রিমই দেখাল।

মামা এবার বুঝলেন ঠান্ডা মজা বলতে আইসক্রিমকে বোঝায়!

নতুন বছরের অঙ্গীকার

আব্বুর সঙ্গে হিরণ পয়েন্ট

হাদির ভাঙা পেনসিল

পান্ডা অ্যান্টের ভয়ংকর হুল

নীল তিমির অজানা কথা

কচ্ছপের দীর্ঘায়ু রহস্য

মুক্তিযোদ্ধার মা

জাতীয় স্মৃতিসৌধ

কেন চাই স্বাধীনতা

যুক্তরাষ্ট্রে গবেষণা কনফারেন্সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান