হোম > ফিচার > স্বাস্থ্য

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে রাজশাহী-খুলনার পথে গোলাপি সড়ক শোভাযাত্রা

আমার দেশ অনলাইন

সারা দেশে স্তন ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গোলাপি সড়ক শোভাযাত্রা। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গোলাপি বাস রওনা হয় রাজশাহী ও খুলনার উদ্দেশ্যে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে অভিযাত্রায় অংশ নিয়েছেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডা. সৈয়দ হুমায়ুন কবির, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ক্যানসারবিজয়ী যোদ্ধা, সংগঠক ও সংস্কৃতিজনরা। পথে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে পথসভা, শোভাযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ কার্যক্রম, যেখানে যোগ দেবেন স্থানীয় অংশীজনরাও।

ডা. সৈয়দ হুমায়ুন কবির বলেন, স্তন ক্যানসার শুরুতেই শনাক্ত হলে সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। কিন্তু লজ্জা বা ভয় থেকে অনেক নারী বিষয়টি গোপন রাখেন। আবার অনেকে জানেন না কিভাবে নিজেরা পরীক্ষা করবেন।

তিনি বলেন, ‘শহরে কিছুটা সচেতনতা থাকলেও গ্রামাঞ্চলে এখনো অনেক নারী অজানা থেকে যাচ্ছেন। অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস, তাই আমরা এই সময়টাতে মানুষকে জানাতে রাস্তায় নামি।’

তিনি আরো জানান, এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বৃহত্তর ময়মনসিংহ এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবার ঢাকা থেকে রাজশাহী হয়ে খুলনায় যাচ্ছে গোলাপি সড়ক শোভাযাত্রা।

দীর্ঘ এই অভিযাত্রায় মোট ১৭টি স্থানে সচেতনতামূলক কর্মসূচি হবে। প্রতিটি স্থানে পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব জানানো হবে। আগামী ৩১ অক্টোবর শুক্রবার খুলনায় সমাপ্ত হবে এবারের গোলাপি শোভাযাত্রা।

এই কর্মসূচি সম্পূর্ণ স্বেচ্ছা উদ্যোগে পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে সাধারণ মানুষকে স্তন ক্যানসার বিষয়ে সচেতন করার প্রচেষ্টা চালাচ্ছেন।

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৬৪

স্ট্রোকের চিকিৎসা আছে, প্রতিরোধও করা যায়

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৫৯

মাইগ্রেন থেকে বাঁচতে যা এড়িয়ে চলবেন

মেরুদণ্ড সমস্যা করণীয়

চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়