হোম > ফিচার > স্বাস্থ্য

জাতীয় প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

স্বাস্থ্য ডেস্ক

দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া আপাতত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট, সহকারী অধ্যাপক এবং প্রশাসনিক পদে থাকা চিকিৎসকেরা প্রায়ই উচ্চতর পদে চলতি দায়িত্ব বা পছন্দের কর্মস্থলে বদলি ও পদায়নের জন্য আবেদন করে থাকেন।

বর্তমানে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

এতে আরও বলা হয়, শিগগির পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পছন্দ, বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা জরুরি।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়, বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি ও কার্যকারিতা নিশ্চিত করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮৮

নভেম্বর ফুসফুস ক্যানসার সচেতনতার মাস

সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণরূপে চালুসহ ৩ দাবি চিকিৎসকদের

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

‘শ্বাসকষ্টের রোগ শহরে বেশি গ্রামের তুলনায়’

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭

চিকিৎসা কোনো বাণিজ্য নয়, সেবার পেশা: ডা. এফএম সিদ্দিকী

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে রসুন, গুণাগুণ কতটা?

ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

হাসপাতালে অনলাইন টিকেটিং সেবা চালু