হোম > ফিচার > স্বাস্থ্য

আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে বক্তারা, ক্যানসার বৃদ্ধির হার আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার

দেশে যেভাবে ক্যানসারের রোগী বাড়ছে তা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ক্যানসার বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বাংলাদেশে প্রতিবছর আড়াই লাখ মানুষ নতুন করে মরণ এ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। কিন্তু বড় অংশই চিকিৎসার বাইরে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫” এর উদ্বোধনী দিনে বক্তারা একথা বলেন।

এবারের কনফারেন্সে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই ও জেনারেল সেক্রেটারি ডা. এ এম এম শরীফুল আলমের নেতৃত্বে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নিচ্ছেন বিভিন্ন একাডেমিক সেশনে। একই সঙ্গে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞসহ মোট ১২শ জন ক্যানসার বিশেষজ্ঞ, ক্যানসার সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, ‘বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক। দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, যার অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে।’

দেশে ক্যানসার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ‘ক্যানসার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যানসার রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

প্রতি জেলায় ক্যানসার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তরুণ চিকিৎসকদের ক্যানসার চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানান বর্ষীয়ান এই ক্যানসার বিশেষজ্ঞ।

একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। এছাড়া উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্টবার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, পেনসিলভানিয়াইউনিভার্সিটি সহ বিশ্বের অন্যান্য খ্যাতনামা ক্যান্সার হাসপাতালের চিকিৎসকও গবেষকবৃন্দ।

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৬৪

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে রাজশাহী-খুলনার পথে গোলাপি সড়ক শোভাযাত্রা

স্ট্রোকের চিকিৎসা আছে, প্রতিরোধও করা যায়

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৫৯

মাইগ্রেন থেকে বাঁচতে যা এড়িয়ে চলবেন

মেরুদণ্ড সমস্যা করণীয়