হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

সীমান্তের শকুন

জাহাঙ্গীর আলম সৈয়দ

এখানে খুনের মহড়া চলে

সিনেমার শুটিংয়ের মতো,

খুনের নৃশংসতায় আঁতকে উঠি যখন-তখন

খুন করে খুনি হিরো হয়ে যায়।

পুলকিত খুনি বীরদর্পে চলে যায় নিরাপদ আশ্রমে,

অতঃপর সীমান্তে হাইতোলে ঘুমন্ত প্রহরী।

রাক্ষসের রঙমহল ষড়যন্ত্রের নীলনকশা আঁকে

সীমান্তের শকুন খাবলে খায়—

বাংলাদেশের মগজ।

মুখোশের অন্তরালে অচেনা মুখোশ—

আধিপত্যের বিরুদ্ধে উচ্চকিত শীর

ভূলুণ্ঠিত করতে চায়,

গোলামির জিঞ্জিরে আবদ্ধ চেতনা।

কফি কাপ

রাস্তাকাবারি

নসিব

সে কথা আজও বাতাসে ভাসে

প্রিয় হাদি

সবাই এবার হাদি হবো

শহীদ ওসমান হাদির লেখা সেই বিখ্যাত কবিতা

ইতিহাস

বৃষ্টিহীন জনপদে

মোহাম্মাদ আকরম খাঁ স্মরণে নিবেদনে