হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

দ্বিঘাত সমীকরণ

রহমান হেনরী

কেউ তাকে কখনো ডাকেনি

কিন্তু এক রক্তিম সকাল

নদী হলো—মৃত্যুর চোখের মতো লাল;

শাবল, হাতুড়ি, ইট, সিমেন্ট ও ছেনি

রাতারাতি, বেঁধে দিল পাকা শানঘাট

: সে কোথায়? পাতালে সম্রাট?

—‘তার নাম উচ্চারণ মানা’

মৃত্যুগন্ধী হাওয়াকে বললাম, যখন সে, বনসন্ধানী

বাতাস জবাব দিল, ‘জানি।

প্রত্যেকের চূড়ান্ত ঠিকানা

—রক্তনদী; কিংবা তার দু’পারের মাটি।’

আমার অন্তরে গেঁথে, স্থির হলো—সেই সন্ধ্যাটি।

জীবন—রক্তের মধ্যে স্রোতময় বেঁচে বেঁচে ক্ষীণ

তারপর, কোনো একদিন,

আততায়ী ওভাবেই খুন হয়ে যায়—

মাটি ও বাতাস আর বৃক্ষরূপনদী

মানুষের প্রতিহিংসা, যুদ্ধ, প্রেম—সমস্ত হারায়

নিরেট প্রকৃতি হয়ে জেগে থাকে

—ধ্বংসের চূড়ান্ত অবধি

ইতিহাস

বৃষ্টিহীন জনপদে

মোহাম্মাদ আকরম খাঁ স্মরণে নিবেদনে

নিজেই নিখোঁজ

মুগ্ধর জন্য এলিজি

জুলাই বিপ্লবের অপ্রকাশিত সনদ

কারবালা অসুখ

একজন আসবেন যিনি ন্যায়বিচার ও সত্যের রাজ্য প্রতিষ্ঠা করবেন

খুনি মানে খুনি

১৬ জুলাই, ২০২৪-এর কবিতা