হোম > রাজনীতি

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানা বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার এই কমিটি পুনর্গঠন করে জামায়াত। কমিটির প্রথম বৈঠক ডাকা হয়। এতে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া, জামাতের প্রার্থীদের বিজয়ী করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে উপস্থিত ও পুনর্গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. একেএম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

তারেক রহমানকে যা যা বললেন সম্পাদকরা

জামায়াত সেক্রেটারির কত সম্পদ

গণতন্ত্র ও সার্বভৌমত্বের আপসহীন কণ্ঠস্বর তারেক রহমান: মাহাদী আমিন

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠকে যে আলোচনা হলো

২২ জানুয়ারি থেকে ভোটের প্রচারে মাঠে নামবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে রাশেদ প্রধানের অভিনন্দন

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

হাদির হত্যাকারীরা এখনো বাইরে এটা দুঃখজনক: জামায়াত আমির

ঢাকায় সবচেয়ে ধনী জামায়াত প্রার্থীর সম্পদের পরিমাণ কত

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস