হোম > রাজনীতি

লুটেরা সিন্ডিকেট জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে : সিপিবি

স্টাফ রিপোর্টার

জনগণের দুর্ভোগকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায় পরিণত করেছে বলে মনে করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতারা।

বৃহস্পতিবার কারওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের ‘নৈরাজ্য’ দূর করার দাবিতে করা বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এদাবি করেন।

সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, রাজধানী ঢাকা সহ সারাদেশে পাইপলাইনের গ্যাস সরবরাহে দীর্ঘদিন ধরে ভয়াবহ সংকট চলছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ না থাকার জনজীবন দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইন্টেরিম সরকার জনগনের দুর্ভগকে কোন আমলেই নিচ্ছে না।

সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট ব্যবসা করছে। জনগনের দুর্ভোগকে এরা ব্যবসায় পরিনত করছে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত সংকট। এই সিন্ডিকেট না ভাঙ্গলে জনগনের ভাগ্যেও বদল হবে না। এর বিরুদ্ধে আমাদের দুর্বার লড়াই গড়ে তুলতে হবে।

ব্যবসায়ী সিন্ডিকেট লুটেরা ব্যবসায়ীদের স্বার্থেই দায়িত্ব পালন করছে বলে দাবি করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স। তিনি বলেন, ব্যবসায়ী ও লুটেরাদের লক্ষ্য হলো সরবরাহ ঠিকমতো না রাখা, যাতে তারা বিদেশ থেকে গ্যাস এনে বেশি দামে বিক্রি করতে পারে। এসময় এলপিজি গ্যাস সিলিন্ডারের উৎপাদনের পরিমাণ বাড়ানোর দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশ শেষে সিপিবির একটি প্রতিনিধিদল তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ২৪ ঘণ্টা গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, গ্যাস সরবরাহ না থাকা অবস্থায় মাসিক বিল বাতিল, সিন্ডিকেট ভেঙে সিলিন্ডার গ্যাসের দাম কমানোসহ সাতটি দাবি জানিয়েছে সিপিবি।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডা আহম্মেদ সাজেদুল হক রুবেল, ঢাকা মহানগর উত্তর সিপিবি সাধারণ সম্পাদক লুনা নূর, কল্লোল বণিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সেকেন্দার হায়াৎ প্রমূখ।

তারেক রহমানকে যা যা বললেন সম্পাদকরা

জামায়াত সেক্রেটারির কত সম্পদ

গণতন্ত্র ও সার্বভৌমত্বের আপসহীন কণ্ঠস্বর তারেক রহমান: মাহাদী আমিন

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠকে যে আলোচনা হলো

২২ জানুয়ারি থেকে ভোটের প্রচারে মাঠে নামবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে রাশেদ প্রধানের অভিনন্দন

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

হাদির হত্যাকারীরা এখনো বাইরে এটা দুঃখজনক: জামায়াত আমির

ঢাকায় সবচেয়ে ধনী জামায়াত প্রার্থীর সম্পদের পরিমাণ কত

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস