হোম > খেলা

পাঁচ মিনিটের সিদ্ধান্তেই জেমিমার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন পাঁচে। এটাই তার ব্যাটিং পজিশন। সেমিফাইনালেও একই ব্যাটিং পজিশনে নামতে হবে ধরে নিয়েই প্রস্তুতি নেন জেমিমা রুদ্রিগেজ। তবে তাকে ব্যাটিংয়ে নামানো হয় তিনে। মাত্র পাঁচ মিনিটের সিদ্ধান্তেই তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ইতিহাস বদলে দেন জেমিমা।. ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে দলকে পৌঁছে দেন ফাইনালে। ম্যাচশেষে ইতিহাঁস গড়ার পেছনের গল্প বলেন জেমিমা।

সেমিফাইনালে হয়তো পাঁচেই ব্যাটিং করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু হঠাৎই তার ব্যাটিং অর্ডার বদলে যায় বলে জানান জেমিমা। তিন নম্বরে নেমে ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলা জেমিমা বলেন, 'তিন নম্বরে যে ব্যাটিং করতে হবে, সেটা আগে জানতাম না। গোসল করছিলাম তখন। দলের সবাইকে বললাম যেন আমাকে জানায় কী হয়েছে। মাঠে নামার ৫ মিনিট আগে জানলাম, আমাকে তিন নম্বরে ব্যাটিং করতে হবে।'

'আমার ফিফটি বা সেঞ্চুরির ব্যাপার আজকে ছিল না, আজকে ছিল স্রেফ ভারতকে জেতানোর ব্যাপার। জানি, কয়েক দফায় জীবন পেয়েছি। তবে মনে হয়েছে, সবকিছুই ঈশ্বরের চিত্রনাট্য। আমি বিশ্বাস করি, সঠিক তাড়না নিয়ে কেউ সঠিক কাজ করলে, তিনি (ঈশ্বর) সবসময়ই সহায় হন। আমার মনে হয়েছে, যা কিছু হয়েছে, সবকিছুই আসলে এসবকে ফুটিয়ে তোলার জন্যই। এই মাসটি খুব কঠিন ছিল আমার জন্য। এখন সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মতো, সয়ে উঠতে সময় লাগবে।'

অবশ্য জেমিমার স্বপ্নের ঘোর কাটতে বেশি সময়ের প্রয়োজন নেই। রোববারেই ফাইনালের মহারণেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপ এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নিশ্চিতভাবেই। ফাইনালেই জানা যাবে স্বপ্নের গন্তব্য।

ফাহিমের তোপের পর সাইম ঝড়, সমতায় পাকিস্তান

কোচ কাবরেরার ছকেই অনুশীলন জামালদের

বাংলাদেশকে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ

অবসরের ইঙ্গিত অ্যালিসা হিলির

বাংলাদেশে জয় চান ভারত কোচ জামিল

হোল্ডারের পর শেফার্ডের হ্যাটট্রিক

তানজিদের নতুন রেকর্ড

জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন

রাইজিং এশিয়া কাপেও মুখোমুখি ভারত-পাকিস্তান

তানজিদের ৮৯ রানের পরও বাংলাদেশ ১৫১