হোম > খেলা

বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের দরকার ২০৩ রান

স্পোর্টস রিপোর্টার

নারী ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার মতো। এই ম্যাচে হারলেই আসর থেকে নিগার সুলতানার দলের বিদায়। জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। তাতে ৪৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে গেছে লঙ্কান মেয়েরা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।

শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়েন। তখন মনে হচ্ছিল বড় রান করবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ১৩ চার ও ১ ছক্কায় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার।

এরপর শ্রীলঙ্কার আর কোনো জুটি দাঁড়াতে পারেনি। এক নিলাখশিখা সিলভাই যা খেলেছেন। ৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম ‍উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর টাইগ্রেস বোলারদের চাপে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ থেকে ২০২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।

টিভির পর্দায় রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের লড়াই

স্পিন, স্পিন, স্পিন, আর স্পিন; বিশ্বরেকর্ড!

নাটক, ম্যাচ টাই, সুপার ওভার, উইন্ডিজের জয়

লোপেজের হ্যাটট্রিক, রাশফোর্ড জোড়ায় বার্সার গোল উৎসব

ছোট্ট ক্লাব মিয়ালবির নতুন রূপকথা

যেখানে যে ভুলে হারলেন জ্যোতিরা

মাইকেল জ্যাকসনের সঙ্গে লারার তুলনা শচিনের

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন

মহারাজের ৭ উইকেট, ব্যাটিংয়ে স্টাবস-জর্জির দ্যুতি

মিরপুরের স্পিন স্বর্গে ‘বিশ্ব রেকর্ড’ উইন্ডিজের