হোম > খেলা

মাঠে নামছেন সাকিব-মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে একইভাবে সাকিব আল হাসানকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। নিজ নিজ লিগে আজ রোববার মাঠে নামবে এই দুই দল। তাই মাঠে দেখা যেতে পারে সাকিব ও মোস্তাফিজকে।

আজ অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সকে আতিথেয়তা দেবে দিল্লি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে ভিড়িয়েছে দিল্লি। এর আগেও দুই মৌসুম ভারতের রাজধানী পাড়ার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন মোস্তাফিজ।

লাহোর মাঠে নামবে দিল্লির এক ঘণ্টা পর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। গ্রুপপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গত নভেম্বরের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। এবার অপেক্ষা ফুরানোর পালা বাংলাদেশের সাবেক অধিনায়কের সামনে। ড্যারেল মিচেলের পরিবর্তে তাকে নিয়েছে লাহোর। এ ছাড়া ফের পিএসএল শুরু হওয়ার পর বাংলাদেশি লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পাচ্ছে না তারা। তাই লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচের একাদশে সাকিবের খেলার সম্ভাবনা বেশি।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই