হোম > খেলা

ক্রীড়াজগতকে বিদায় দুলাল মাহমুদের

স্পোর্টস রিপোর্টার

১৯৯৬ সালের ২ নভেম্বর দেশের ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক হিসেবে যোগদান করেছিলেন দেশের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মাহমুদ হোসেন খান দুলাল। আজ কর্মস্থলে শেষ দিন ছিল তার। ক্রীড়াজগতের সঙ্গে ২৯ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। এ দিন তার আনুষ্ঠানিক শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকে ক্রীড়াজগত অফিসে ক্রীড়াঙ্গনের অনেকেই তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, পরিচালক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী দুলাল মাহমুদকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানান।

ক্রীড়াজগত ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের একটি পত্রিকা। তাই সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ৫৯ বছর বয়সে অবসরকালীন ছুটিতে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে দুলাল মাহমুদকে ক্রীড়াজগত থেকে বিদায় নিতে হলো।

ক্রীড়াজগতকে বিদায়ের দিন দুলাল মাহমুদ আমার দেশকে বলেন, ‘ক্রীড়াজগতে আমার অনেক ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমি দায়িত্ব নেওয়ার পর পত্রিকাটিকে সরকারি বুলেটিন বানাইনি। অনেক আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পত্রিকাটি সময়মতো বের করার চেষ্টা করেছি। ৬৪ পৃষ্ঠার পত্রিকার পাশাপাশি ২৫০ পৃষ্ঠার বিশেষ সংখ্যাও বের করেছি অনেকবার। ক্রীড়াজগত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ পত্রিকাটি ভালো থাকলে আমি দূর থেকেও শান্তি পাব।’

দুলাল মাহমুদ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (ক্রীড়া লেখক সমিতি) সাবেক সভাপতি। সম্প্রতি তিনি ‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছিলেন।

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সেমিতে আর্সেনাল

সেনেগাল, নাইজেরিয়া, তিউনিসিয়া ও কঙ্গোর জয়

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

চার নতুন মুখ নিয়ে ভারত সফরে নিউজিল্যান্ড

ভারসাম্যপূর্ণ স্কোয়াডে শিরোপাপ্রত্যাশী রংপুর

শেষ আসরের ব্যর্থতা ভুলতে মরিয়া ঢাকা

বিসিবির বোর্ডসভা আজ