হোম > খেলা

সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মোছাম্মৎ সাগরিকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসকে চেপে ধরে বাংলাদেশ। বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিকদের কোণঠাসা করে তোলে আফঈদা খন্দকারের দল। তবে গোলমুখে ফরোয়ার্ডরা সুযোগ হাতছাড়া করায় বেশ কয়েকবার হতাশ হতে হয় বাংলাদেশকে।

বেশকিছু সুযোগ নষ্টের পর অবশেষে ৩৬ মিনিটে ডেডলক ভাঙে বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন সাগরিকা। প্রথমার্ধে আরো একবার গোল উৎসব করতে পারতো বাংলাদেশ। ৪১ মিনিটে সিনহা শিখার দুরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। বাকি সময়ে আক্রমণের ধারা অব্যাহত রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি সফরকারী দল।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। বাছাইপর্বে খুবই শক্ত গ্রুপে পড়েছে দলটি। ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুরলেস্তে।

টিভিতে রিয়াল-সিটি ম্যাচসহ আরও যত খেলা

কামিন্স ফিরছেন অ্যাডিলেডে, হ্যাজেলউড আউট

হাঁটুর চোটে অ্যাশেজ দর্শক উড

শুরুতেই ভারতের কাছে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

অভিজ্ঞতাই সঙ্গী যুবাদের

সমতা ফেরাল শ্রীলঙ্কা

চ্যাম্পিয়ন হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ব্রাদার্সের কাছে হারল আবাহনী

এনসিএলের শিরোপা জিতল রংপুর

রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা