হোম > খেলা

মাঠে নামছে রিয়াল-পিএসজি-ম্যানসিটি-আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে মাঠে নামছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। একই রাতে লড়বে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো। আজ রাত ১১টা ৪৫ মিনিটে ম্যানসিটি মুখোমুখি হবো বোদোর। এছাড়াও বুধবার রাত ২টায় একই সঙ্গে মুখোমুখি হবে স্পোর্টিং সিপি-পিএসজি, ইন্টার মিলান-আর্সেনাল, রিয়াল মাদ্রিদ-মোনাকো, টটেনহ্যাম-বরুশিয়া ডর্টমুন্ড, ভিয়ারিয়াল-আয়াক্স, কোপেনহেগেন-নাপোলি ও অলিম্পিয়াকোস-বায়ার লেভারকুজেন।

রিয়ালের জন্য এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর মঞ্চ। নতুন কোচ আরবেলোয়ার অধীনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে রিয়াল। আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হার মানে মাদ্রিদ। তবে পরের ম্যাচে লেভান্তের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কিছুটা স্বস্তি ফিরে পায় দলটি। ইনজুরি ও নিষেধাজ্ঞা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। রুডিগার, মিলিতাও, মেন্ডি ও রদ্রিগো চোটের কারণে মাঠের বাইরে। আলভারো কারেরাস নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। ব্রাহিম দিয়াজের ফেরাও অনিশ্চিত।

মোনাকোর টানা ব্যর্থতায় চাপের মুখে কোচ পোকোনিওলি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩ ম্যাচে তারা জিতেছে মাত্র পাঁচটিতে। রিয়ালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে তারা।

এদিকে পিএসজি আছে স্বস্তিতে। নেশনস কাপ শেষে হাকিমি-এমবায়ের ফেরায় স্বস্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে রক্ষণভাগে ধাক্কা খেয়েছে তারা। লুকাস হার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে থাকবেন না।।পাশাপাশি দলে একাধিক ইনজুরি থাকায় পূর্ণ শক্তিতে নামা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।

ম্যানচেস্টার সিটিও আছে চাপে। আক্রমণভাগের খেলোয়াড় ওমর মারমুশ আফ্রিকান নেশনস কাপ শেষে ম্যানচেস্টার সিটির স্কোয়াডে ফিরেছেন। তবে একই সময়ে মিডফিল্ডার বার্নার্দো সিলভা নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে থাকছেন।
এছাড়া রক্ষণভাগে রুবেন দিয়াস, জন স্টোনস ও যস্কো গভার্দিওলসহ একাধিক ডিফেন্ডার ইনজুরিতে রয়েছেন, যা পেপ গার্দিওলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কোচ পরিবর্তন, ইনজুরি সংকট ও চাপের মধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলো সামনে গুরুত্বপূর্ণ লড়াই। রিয়ালের নতুন কোচ আরবেলোয়া দলকে কত দ্রুত স্থিতিশীল করতে পারেন, মোনাকো সংকট কাটাতে পারে কি না, পিএসজি ও ম্যানসিটি ইনজুরি সমস্যা সামলে কীভাবে মাঠে নামে—সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি।

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

বাংলাদেশের ‘বিশ্বকাপ ফয়সালা’ বুধবার!

জাতীয় আর্চারি শুরু আগামীকাল

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগসহ আরও যত ম্যাচ

জোকোভিচ-সোয়াটেকের মুখে জয়ের হাসি

ফের ডাবল হর্স নক আউট ০০২ লড়াইয়ে শারমিনা

ভারতের পর নেপালকে হারাল বাংলাদেশ

১১ ম্যাচ পর থামল বার্সেলোনার জয়রথ

মরক্কোর দীর্ঘশ্বাস বাড়িয়ে শিরোপা পুনরুদ্ধার সেনেগালের

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান