হোম > খেলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পথে পাকিস্তানের ভালো শুরু

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল শেষ ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজে চাঙা হয়ে মাঠে নামার। তবে বোলারদের লড়াইয়ের পুঁজি এনে দিতে পারলেন না লঙ্কান ব্যাটাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বোলিং তোপে ৪৫.২ ওভারে ২১১ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে লঙ্কানদের হোয়াইটওয়াশের পথে ভালো শুরু করেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৫ রান তোলে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। এরপর কামিল মিশারাও ২৯ রানের বেশি করতে পারেননি। কুশল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমা মিলে দারুণ এক জুটিতে দলকে শতরানের ঘর পার করান। মেন্ডিস ৫৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।

কামিন্দু ১০ রানের বেশি করতে পারেননি। জানিথ লিয়ানাগে ফেরেন ৪ রান করে। ১৪৩ রানেই পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ৪৮ রান করা সাদিরাও। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এক পাভান রত্নায়েকে (৩২) বাদে আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ২টি করে উইকেট নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৪৫.২ ওভারে ২১১/১০ (সাদিরা ৪৮, কুসল ৩৪, পাভান ৩২; ওয়াসিম ৩/৪৭, রউফ ২/৩৮, আকরাম ২/৪২)।

পাকিস্তান : ১০ ওভারে ৪৬/১ (ফখর ৩২*, বাবর ১৪*; থিকশানা ১/১৭)। (অসমাপ্ত)

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান