২০২১ সালের পর দীর্ঘ ৪ বছর পর টেবিল টেনিসের ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশন কাপের পুরুষ্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র্যাংকিং পয়েন্ট থাকবে।
আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে। খেলাগুলো হলো- পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় কোন বয়সভিত্তিক ইভেন্ট নেই।
মূলত নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লীগের পূর্ব প্রস্তুতি হিসেবেই ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য যে, ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর একমি কাপ প্রাইজমানি টুর্ণামেন্ট, প্রেসিডেন্ট কাপ র্যাংকিং টুর্ণামেন্ট, লেবেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিংয়ের আয়োজন করেছে।