হোম > খেলা

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

স্পোর্টস ডেস্ক

বিগব্যাশে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ব্রিসবেন হিটের হয়ে খেলতে নামা এই পেসার মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ম্যাচের ১৯ ওভারে দুটি বিমার দেন। সে কারণে ম্যাচে আর বোলিং করতে পারেননি। তাতে তার বোলিং ফিগার দাঁড়ায় ২.৪ ওভারে কোনো উইকেট না নিয়ে ৪৭ রান। এমন বোলিং করা শাহিন শাহ আফ্রিদি নিজের তৃতীয় ওভারের তিন নম্বর বল করতে গিয়ে প্রথম বিমার দেন। ওই বল সরাসরি আঘাত হানে ব্যাটার টিম সেইফার্টের হেলমেটে গিয়ে।

এছাড়া একই ওভারে পঞ্চম বল করতে গিয়ে ফের বিমার দেন শাহিন। সেই বল ঠিকঠাকমতো খেলতে পারেননি ওলিভার পিক। এর আগে একই ওভারে আরো একটি নো বল করেন শাহিন শাহ আফ্রিদি। সেবার অবশ্য নো বল হয় দলের ভুলের কারণে। ৩০ গজ বৃত্তের ভেতরে তিনজন ফিল্ডার থাকায় ওই বল নো বল হিসেবে গণ্য করা হয়। প্রথম দুই ওভারে ২৮ রান খরচ করা শাহিন শেষ চার বলে দেন ১৯ রান।

এমসিসির ক্রিকেট আইনের ৪১ ধারার ৭.৩ উপধারায় বলা আছেÑকেউ যদি ব্যাটারদের জন্য ক্ষতিকর হয় এমন বল করেন তাহলে আম্পায়ার চাইলে বোলারকে চলমান ইনিংসে নিষিদ্ধ করতে পারেন। এরই অংশ হিসেবে তার এই ম্যাচে বোলিং নিষিদ্ধ করেন আম্পায়ার। এছাড়া ৭.১ ও ৭.২ উপধারা অনুযায়ী বিমারকে নো বল ডেকেছিলেন আম্পায়ার। পাশাপাশি আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার এক ওভারে একটি মাত্র বাউন্সার দিতে পারেন। সেই নিয়মও ভেঙেছেন শাহিন শাহ আফ্রিদি।

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা

পাকিস্তানের বাংলাদেশ সফর পেছানোর শঙ্কা

দুই কিংবদন্তির মিলনমেলায় মাতল মুম্বাই

রদ্রিগোর গোলে স্বস্তির জয় রিয়ালের

ডাচদের সঙ্গে লড়াইয়ে জাপান ও তিউনিশিয়া

টিভিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-নেপাল ম্যাচ

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত