সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ
থাইল্যান্ডের ব্যাংককে আজ থেকে শুরু হয়েছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন বাংলাদেশ ও ভারত পরস্পরের মুখোমুখি হয়। দুদলের ম্যাচটি দারুণ রোমাঞ্চ ছড়ায়। শেষ ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। অবশ্য ফুটসালের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই দুদলের কারোরই। তবে মাঠের লড়াই হয়েছে জম্পেশ। রোলার কোস্টারের মতো কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো ম্যাচে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ড্রয়ে নিষ্পত্তি হয় তাদের ম্যাচটি।
ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট করে) গোল হয়েছে চারটি করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ। অবশ্য প্রথম গোলের খাতাটি খোলে বাংলাদেশই। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।
প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)।
দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। ম্যাচের শেষ মুহূর্তে আরো জমে ওঠে খেলা। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। আজ ফুটসালের ম্যাচে মাঠে নামবেন সাবিনা খাতুনরা। তাদের প্রতিপক্ষ ভারতই।