লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে ২২ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। পাকিস্তানকে ৩৩৩ রানে অলআউট করার পথে ১০২ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন এই প্রোটিয়া স্পিনার।
টেস্টে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মহারাজ। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামসের ১২৮ রানে ৭ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল সেরা। সেই ম্যাচটি হয়েছিল লাহোরে।
প্রথম দিন শেষে তিন ব্যাটারের ফিফটিতে শান মাসুদের দল ৫ উইকেটে ২৫৯ রান তুলেছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে মাত্র ৭৪ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায় স্বাগতিকরা। পাকিস্তান অলআউট হয় ৩৩৩ রানে।
পেসার-স্পিনার মিলিয়ে সেরা বোলিং ফিগারের পরিসংখ্যান দেখলে কেশভের ওপরে আছেন শুধু কাইল অ্যাবট। তিনি ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৯ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেছিলেন। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১২তম ‘ফাইফার’ পেলেন মহারাজ।