হোম > খেলা

বাংলাদেশ কেন নাম্বার ওয়ান হতে পারবে না, জানতে চান বুলবুল

রংপুর অফিস

আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ সব সময় পড়ে থাকে নিচের দিকে। বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিড়ে। কিন্তু এমনটা ঠিক মানতে পারছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টাইগারদের দেখতে চান তিনি, ক্রিকেটের তিন সংস্করণের শীর্ষে। ক্রিকেট অনুরাগীদের সেই স্বপ্ন দেখিয়ে বুলবুল প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাংলাদেশ কেন ক্রিকেটের নাম্বার ওয়ান টিম হতে পারবে না? গতকাল শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিসিবি প্রধান বাংলাদেশ ক্রিকেট দলের র‌্যাংকিং পজিশন নিয়ে বলেন, ‘১২ দলের মধ্যে সব সময় আমরা ৭-৮-৯ ও ১০ এর মধ্যেই থাকি। কেন আমরা ওয়ানডেতে এক নাম্বার টিম হতে পারব না? কেন আমরা এক নাম্বার টেস্ট টিম হতে পারব না? কেন আমরা টি-টোয়েন্টিতে ১ নাম্বার হতে পারব না? এটা জাস্ট সময়ের ব্যাপার। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়ন করতে হবে। আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট যেন সব সময় ভালো কিছু করে।’

রংপুরে বিসিবির আঞ্চলিক কার্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। এ নিয়ে বুলবুল বলেন, ‘রংপুরে ক্রিকেট বোর্ডের ছোট্ট একটি অফিস স্থাপন করব ইনশাআল্লাহ। যার কাছে অভিযোগ, আপনাদের গল্প, সবকিছু বলবেন। তাদের কাছ থেকে আমরা শুনব। এখানকার সিলেকশন কমিটি থাকবে। এখানকার টিম থাকবে। ছেলে ও মেয়েদের দল থাকবে। এখানে রংপুরের দল থাকবে। রংপুর থেকে বাস ধরে রাজশাহীতে খেলতে যাবে। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। সারা বাংলাদেশকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ক্রিকেটার নাসির হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা