হোম > খেলা

সিরিজ বাঁচানোর লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে দুই দল।

প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পাওয়া পাকিস্তান এই ম্যাচে জয় অথবা ড্র ছাড়া কিছু ভাবছে না। দুটোর একটা হলেই সিরিজ জিতে যাবে শান মাসুদের দল। এদিকে প্রোটিয়ারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। টানা ১০ টেস্ট জেতা এইডেন মার্করামের দল এক ম্যাচের ক্ষত ফেলে ঘুরে দাঁড়াতে চায়।

এই ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থাকবে পাকিস্তান। প্রথম ম্যাচের ৫ উইকেটে জয়ের সঙ্গে ঘরের মাঠে সুবিধাটা পাকিস্তানেরই পাওয়ার কথা। তবে প্রোটিয়ারা প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে মরণ কামড় দিতে প্রস্তুত।

উইকেটের কথা বিবেচনা করে কেশভ মহারাজকে খেলানোর কথা ভাবছে তারা। তারা তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামার কথাও চিন্তা করছে। এদিকে, এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। এবার দেখার পালা পার্থক্য কারা গড়ে দেয়।

রিয়ালের মাঠে অতিথি জুভেন্টাস

আর্সেনালের মাঠে বিধ্বস্ত অ্যাটলেটিকো, জিতল সিটিও

গোল বন্যায় দেম্বেলের প্রত্যাবর্তন রাঙাল পিএসজি

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদোর পুত্র

সুপার ওভার ব্যর্থতার পর সৌম্য, ‘আমার জন্য ব্যর্থতা’

টিভির পর্দায় রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের লড়াই

স্পিন, স্পিন, স্পিন, আর স্পিন; বিশ্বরেকর্ড!

নাটক, ম্যাচ টাই, সুপার ওভার, উইন্ডিজের জয়

লোপেজের হ্যাটট্রিক, রাশফোর্ড জোড়ায় বার্সার গোল উৎসব

ছোট্ট ক্লাব মিয়ালবির নতুন রূপকথা