হোম > খেলা

ফলোঅনে হোপ-ক্যাম্পবেলের ব্যাটে লড়ছে ক্যারিবীয়রা

দিল্লি টেস্টে ফাইফারে কুলদীপের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

শাই হোপ (বাঁয়ে) ও জন ক্যাম্পবেল

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে এসে ফের একই অস্বস্তিতে পড়তে চায়নি সফরকারীরা। তাই তো জন ক্যাম্পবেল আর শাই হোপের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা। লক্ষ্য তাদের একটাই ইনিংস হার এড়ানো। আদা জল খেয়ে মাঠে নামা রোস্টন চেজের দল সুফলও পাচ্ছে। আহমেদাবাদ টেস্টের চেয়ে ব্যাটিংয়ে ভালো করছে উইন্ডিজ। যদিও প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

কিন্তু এবার ভারতের ৫১৮ রানের জবাবে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ২৪৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। অ্যালিক অ্যাথানেজ ৪১, শাই হোপ ৩৬ আর ত্যাগনারায়ণ চন্দরপল ৩৪ রান এনে। রেকর্ড করা বোলিংয়ে ৮২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। ১৫ টেস্টের ক্যারিয়ারে পঞ্চমবার ফাইফারের দেখা পেয়েছেন তিনি। তার চেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি নেই অন্য কোনো বাঁহাতি রিস্ট স্পিনারের। আর তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষে হলেও ব্যাট হাতে আর মাঠে নামেনি ভারত। এ ম্যাচও ইনিংস ব্যবধানে জিততে ক্যারিবীয়দের ফলোঅনে পাঠিয়েছেন শুভমান গিলরা।

আহমেদাবাদে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা তুলেছিল ১৪৬ রান। কিন্তু অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসের মতো দারুণ ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি গড়ে ফেলেছে তারা। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরো ৯৭ রান দরকার উইন্ডিজের। ৮৭* রানের দারুণ এক ইনিংস খেলে এখনো ব্যাটিংয়ে টিকে আছেন জন ক্যাম্পবেল। ১৪৫ বলের ইনিংস সাজিয়েছেন ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর শাই হোপ তার সঙ্গী হিসেবে রয়ে গেছেন ৬৬* রানের চমৎকার ইনিংস খেলে। তার ১০৩ বলের ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও ২ ছক্কার মার। তৃতীয় উইকেটে ২০৮ বলে ১৩৮* রানের পার্টনারশিপ গড়ে এখনো অবিচ্ছিন্ন আছেন ক্যাম্পবেল-হোপ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৫১৮/৫ ডি.

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৪৮/১০, ৮১.৫ ওভার (আগের দিন ১৪০/৪) (অ্যাথানেজ ৪১, হোপ ৩৬, চন্দরপল ৩৪, ইমলাচ ২১, পিয়ের ২৩, ফিলিপ ২৪*; জাদেজা ৩/৪৬ ও কুলদিপ ৫/৮২)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : (ফলো-অন) ১৭৩/২, ৪৯ ওভার (ক্যাম্পবেল ৮৭* ব্যাটিং, হোপ ৬৬* ব্যাটিং; ওয়াশিংটন ১/৪৪ ও সিরাজ ১/১০)। *তৃতীয় দিন শেষে

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান