হোম > খেলা

ব্যাটিং ও সংবাদ সম্মেলন সব জায়গায় বাবা-ছেলে জুটি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে যখন নোয়াখালি এক্সপ্রেসের টিম শিট এসে পৌঁছালো, তখন থেকেই শুরু আলোচনা। সবাই অপেক্ষায় কখন ক্রিজে একসঙ্গে ব্যাট করবেন বাবা-ছেলে! সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু ও হাবিবুর রহমান সোহানের বিদায়ের পর উইকেটে হাসান ঈসাখিলের সঙ্গী হন মোহাম্মদ নবী। দুজন মিলে খেলেন ৩০ বল, যোগ করেন ৫৩ রান। দারুণ ওই জুটির পর সংবাদ সম্মেলনেও একসঙ্গে আসেন তারা দুজনে। সেখানেও জুটি বেঁধে উত্তর দেন সাংবাদিকদের প্রশ্নের।

চতুর্থ উইকেট জুটিতে ৩০ বলের জুটি গড়ার পথে ১৭ বল খেলেন হাসান ঈসাখিল ও ১৩ বল খেলেন মোহাম্মদ নবী। এই জুটিতে ঈসাখিল কোন চার না হাঁকালেও তার ইনিংসে ছিল তিন ছক্কা। অন্যদিকে মোহাম্মদ নবী হাঁকান দুই চার। এছাড়া দুজন মিলে এই জুটিতে দিয়েছেন মোটে ১২ ডট বল। যার ৪ টি এসেছে ঈসাখিলের ব্যাটে আর বাকি ৮ টি এসেছিল নবীর ব্যাটে। এই দারুণ জুটিতে ঈসাখিল ৬ ও নবী ৫ বার করেন প্রান্তবদল। এমন দারুণ পারফরম্যান্সই বলে দেয় মাঠে কতটা দারুণ ছিলেন তারা দুজনে।

সংবাদ সম্মেলনেও ছিলেন দুজনই খুব প্রাণাবন্ত ছিলেন। ছেলের ৯২ রানের পারফরম্যান্সের প্রশংসা করে নবী বলেন, ‘অনেকদিন অপেক্ষা করেছি। দারুণ খুশি দুজন একসঙ্গে খেলে।’ ছেলের উন্নতিতে খুশি হয়ে বাবা নবী বলেন, ‘সে কয়েক বছর ধরে দারুণ খেলছে। সেভাবে যে খেলছে আশা করি খুব দ্রুতই জাতীয় দলে খেলবে।’

ছেলের পারফরম্যান্স নিয়ে খুশি নবী বলেন, ‘অভিষেকে বিপিএলে অনেক চাপ থাকে। যেভাবে সে চাপ সামলে নিয়েছেন এটা দারুণ। আমরা আগের দিন (গত পরশু) একসঙ্গে দেড়ঘণ্টা কাজ করেছি। সে এই মুহূর্তটার জন্য গত ২০ দিন ধরে প্রস্তুতি নিয়েছিল। মুহূর্তটা সে ঠিকঠাকভাবে নিজের করে নিতে পেরেছে।’

ফুটসালেও সফল হতে চান সাবিনা

টিভির পর্দায় লিভারপুল-বার্নসলে ম্যাচসহ আরও যত খেলা

পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচাল শ্রীলঙ্কা

দিনের নায়ক শান্ত-ঈসাখিল

কোহলির প্রাপ্তি-আক্ষেপের ম্যাচে জয় ভারতের

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

এক্সটার জালে সিটির ১০ গোল

সেঞ্চুরির আক্ষেপ, হৃদয়ের হৃদয় ভঙ্গ!

ঢাকায় ২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

প্লে-অফে রিশাদের হোবার্ট হারিকেনস