হোম > খেলা

শামারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তাদের জন্য ছিল মান বাঁচানোর। তাতে সান্ত্বনার জয় পেয়েছে ক্যারিবীয়রা। শামার স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে ১৫ রানে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে উইন্ডিজ। জবাবে ৮ উইকেটে ১৩৬ রানই তুলতে পেরেছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-১ ব্যবধানে।

দুবাইয়ে টস হেরে ব‍্যাট করতে নেমে পাওয়ার প্লেতে জনসন চার্লসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্রেন্ডন কিং এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেসি কার্টি ও জাস্টিন গ্রেভস। কিং ৩৫ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৭ রান করেন। দুই ছক্কায় ৬ বলে ১৩ রান করে থামেন হেটমায়ার। শেষ দিকে ১১ বলে দুটি করে ছক্কা ও চারে ২৭ রানের ক্যামিও খেলেন ম‍্যাথু ফোর্ড। ৯ বলে তিন চারে অপরাজিত ১৬ রান করেন স্প্রিঙ্গার।

রান তাড়ায় নেমে ১০ ওভারে ৭২ রান তুলে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন গুরবাজ ও জাদরান। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৮০ রান। এরপরই ব্যাটিং ধস। ২৭ বলে চারটি চারে ২৮ রান করেন ইব্রাহিম। শেষ ২ ওভারে ২৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের, হাতে ছিল ৬ উইকেট। এমন মুহূর্তে পরপর তিন বলে গুরবাজ, রাশিদ ও শাহিদউল্লাহকে ফিরিয়ে ম‍্যাচ ঘুরিয়ে দেন স্প্রিঙ্গার। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন স্প্রিঙ্গার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৫১/৭ (কিং ৪৭, ফোর্ড ২৭, চার্লস ১৭; রশিদ ২/১৩, জিয়াউর ২/৪৫)

আফগানিস্তান : ২০ ওভারে ১৩৬/৮ (গুরবাজ ৭১, ইব্রাহিম ২৮; স্প্রিঙ্গার ৪/২০, সাইমন্ডস ১/২৬)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে জয়ী

সিরিজ : ৩ ম‍্যাচের সিরিজে আফগানিস্তান ২- ব‍্যবধানে জয়ী

ম‍্যান অব দ্য ম‍্যাচ : শামার স্প্রিঙ্গার

ম‍্যান অব দ্য সিরিজ : দারউইশ রাসুলি

দাপুটে জয়ে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেল চট্টগ্রাম

পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন

খেলার মাধ্যমে সমতার বার্তা ছেলেমেয়েদের

ভেন্যু বদলের দাবি নিয়ে স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ বিসিবি

আইসিসির নিরপেক্ষতা নিয়ে উপদেষ্টা ফারুকীর প্রশ্ন

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম