একই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ত্রয়ী তারকা- ক্যামেরন গ্রিন (১১৮*), মিচেল মার্শ (১০০) ও ট্রাভিস হেড (১৪২)। তাদের জাদুকরী তিন অঙ্কের স্কোরে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে গেছে স্বাগতিক অজিরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি আদায় করে স্বীকৃতিও পেলেন এবার তারা। মারকুটে সেঞ্চুরির সুবাদে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে গ্রিনের। খুশির খবর পেয়েছেন ম্যাচটির বাকি দুই সেঞ্চুরিয়ানও। আজ বুধবার পুরুষদের ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ৪০ ধাপ এগিয়েছেন গ্রিন। এখন রয়েছেন ক্যারিয়ারসেরা ৭৮তম স্থানে। র্যাংকিংয়ে তার আগের সেরা অবস্থান ছিল ৮৭তম। মার্শ এগিয়েছেন চার ধাপ। উঠে গেছেন ৪৪তম স্থানে। আর এক ধাপ উন্নতি করে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে যুগ্মভাবে ১১তম স্থানে আছেন হেড।