হোম > খেলা

সমান সম্ভাবনা নিয়ে মুখোমুখি দু’দল

যে জিতবে সিরিজ তার

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় ওয়ানডে শেষে জানানো হয়েছিল তৃতীয় ম্যাচের আগে নেই কোনো অনুশীলন সেশন। তবু গতকাল মিরপুরে হাজির ওয়েস্ট ইন্ডিজের জনাছয়েক ক্রিকেটার। সঙ্গে ছিলেন হেড কোচ ড্যারেন স্যামিসহ টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য। তারা ঐচ্ছিক অনুশীলনে এলেও লক্ষ্যটা ছিল মিরপুরের উইকেট।

লম্বা সময় ধরে উইকেট পর্যবেক্ষণের পর ব্যাট-বলের অনুশীলনে যায় ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ান কোচিং স্টাফরা যেমন উইকেট দেখেছেন, ঠিক তেমনি উইকেটের দিকে নজর ছিল বাংলাদেশ দলেরও। শন টেইট-ফিল সিমন্সরা মিরপুরে এসেছিলেন টি-টোয়েন্টি দলের অনুশীলনে। সে সময় তারাও দেখেছেন মিরপুরের উইকেট।

ধারণা করে নিয়েছেন কেমন হতে পারে এই উইকেট। সিরিজ জয়ের জন্য মাঠে কেমন পারফর্ম করতে হবে। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় থাকায় দুই দলই আজ দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে।



প্রথম ওয়ানডেতে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারে বাংলাদেশ। উইকেট আর কন্ডিশন- দুটোই পক্ষে থাকার পরও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারায় বেশ সমালোচনায় পড়েছে মেহেদি মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার জানিয়েছিলেন, তাদের আত্মবিশ্বাস আছে সিরিজ জয়ের ব্যাপারে। সেই আত্মবিশ্বাস আদতে আজ কাজে লাগবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। কারণ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং কিংবা বোলিং- কোনো বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। এমনকি ফিল্ডিংয়েও ছিল অনেক ভুল। অধিনায়ক মিরাজের ফিল্ডিং সেটআপ নিয়ে হয়েছে সমালোচনা। এসব সমালোচনা টপকে এখন কীভাবে সিরিজ জয়ের পথ খুঁজে বের করে বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা।



অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হওয়া ওয়েস্ট ইন্ডিজের চাওয়া থাকবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। প্রথম ওয়ানডেতে হারের পর উইকেট ও কন্ডিশন বিবেচনায় আকিল হোসেইনকে উড়িয়ে এনেছে তারা। গতকাল ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার র‍্যামন্ড সিমন্স। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া সফরকারীরা।

রিয়াল-বায়ার্নের জয়, চেলসি-লিভারপুলের গোলোৎসব

১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে বিব্রতকর অভিজ্ঞতা কোহলির

সেঞ্চুরি মিস সৌম্যর

কোচ, ক্যাপ্টেন, কৌশল ও কমন সেন্স

টিভির পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে

বাংলাদেশ-আফগান প্রীতি ম্যাচ ১৩ নভেম্বর

নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট!

ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

উইন্ডিজ টি-টোয়েন্টি দল এখন ঢাকায়

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ফাহাদ-মনন