এশিয়া কাপ রাইজিং স্টারস
হংকংয়ের পর আফগানিস্তান এ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ এ দল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তবে লক্ষ্য ছিল শেষ ম্যাচে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে শেষ চারে নিজেদের নাম লেখার। কিন্তু নাটকীয় ম্যাচে মাত্র ৬ রানে হার মেনেছে দেশের ছেলেরা। শ্রীলঙ্কার কাছে হারলেও 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে আকবর আলীরা। আগামীকাল শুক্রবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ লড়বে প্রতিবেশী ভারতের বিপক্ষে।
জয়ের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষটা ঠিকঠাক ভাবে শেষ করতে পারেনি। ৬ উইকেট হারিয়ে ১৫৩ গুটিয়ে যায় বাংলাদেশ। জয় থেকে হাতছাড়া দূরত্বে থাকা স্বত্ত্বেও অবিশ্বাস্যভাবে হেরে গেছে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান ২৭, জাওয়াদ আবরার ২৬, আকবর আলী ২৫ আর ইয়াসির আলী এনে দেন ২০ রান। সঙ্গে ১৬ রানে অপরাজিত থেকে যান এসএম মেহরব। ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন দুনিথ ভ্যালালাগে।
তার আগে দোহা ওয়েস্ট এন্ড পার্কে টস জিতে বল হাতে মাঠে নেমেই দুর্দান্ত বোলিং শুরু করে বাংলাদেশ। যে কারণে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খেয়েছেন হিমশিম। দলীয় ৫১ রানে হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। আর ৯৯ রানে পড়ে যায় পঞ্চম উইকেট। শুরুর সেই ধাক্কা সামাল দিয়ে ব্যাটিং দৃঢ়তা দেখান সাহান আরাচচিঙ্গে। মনোবল ধরে রেখে হাঁকান দারুণ এক হাফসেঞ্চুরি। তার ৬৯ রানের দাপুটে ইনিংসের উপর ভর করেই শ্রীলঙ্কা পায় লড়াকু স্কোর। ক্যাপ্টেন দুনিথ ভ্যালালাগে ২৩, রমেশ মেন্ডিস ১৭ ও নুয়ানিদু ফার্নান্ডো ১৫ রান যোগ করেন। ভিশেন হালামবাগের ব্যাট থেকে আসে ১৩ রান। তাতে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। বাংলাদেশের জার্সি গায়ে দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা এ: ১৫৯/৭, ২০ ওভার (সাহান ৬৯, দুনিথ ২৩, রমেশ ১৭; রিপন ২/৪১ ও হায়দার ২/৩৭)।
বাংলাদেশ এ: ১৫৩/৬, ২০ ওভার (সোহান ২৭, আবরার ২৬, আকবর ২৫, ইয়াসির ২০; দুনিথ ৩/১৯)।
ফল: শ্রীলঙ্কা ৬ রানে জয়ী।
ম্যাচসেরা: দুনিথ ভ্যালালাগে।