হোম > খেলা

এবার আবাহনীকে ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস রিপোর্টার

দলবদলে একের পর এক বাংলাদেশের ক্লাবগুলো ফিফার নিষেধাজ্ঞায় পড়ছে। এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়ল আবাহনী। গত সপ্তাহে বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডানকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এর আগে বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মূলত বিদেশি ফুটবলার ও কোচের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞা পড়েছে এসব ক্লাবগুলো। ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার না নেওয়া পর্যন্ত ক্লাবগুলো দলবদলে অংশ নিতে পারবে না।

পারিশ্রমিক ইস্যুতে এবার যে হারে ক্লাবগুলো নিষেধাজ্ঞায় পড়ছে, অতীতে এক মৌসুমে এমন রেকর্ড নেই। এবার সবচেয়ে বেশি অভিযোগ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচটি আলাদা অভিযোগ জমা পড়েছে ফিফায়। পাওনা পরিশোধ না করার সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা ও বিদেশি ফুটবলাররা ক্লাবটির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে। ইরানি ফুটবলার মাইসেমের অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞায় পড়েছে মোহামেডান।

এছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবও ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল। তবে উজবেক ফুটবলারের পাওনা পরিশোধ করায় ফিফার নিষেধাজ্ঞা উঠায় ফকিরেরপুল এখন লিগ খেলছে। ফুটবল সংশ্লিষ্টদের মতে, গত বছর সরকারের পট পরিবর্তনের পর ক্লাবগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে ঠিক মতো বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক মেটাতে পারছে না। যে কারণে জটিলতা তৈরি হচ্ছে। আর বাড়ছে ফিফার নিষেধাজ্ঞা।

আশরাফুল এলেন সালাউদ্দিন গেলেন

ফুটবলকে বিদায়ের ইঙ্গিত রোনালদোর

রোনালদো অবসর নেবেন খুব 'শিগগিরই'

ভারতের দলে নেই ছেত্রী!

শাস্তি পেলেন ভারত-পাকিস্তানের চার ক্রিকেটার

আর্জেন্টিনার দল থেকে বাদ পড়ছেন মার্টিনেজ!

আফগানদের কাছে হারল যুবারা

হামজা-শমিতকে নিয়েই বাংলাদেশ দল

আইসিসি র‍্যাংকিংয়ে তানজিদ-মেহেদি-তানজিমের উন্নতি

নিউজিল্যান্ডের মাটিতে উইন্ডিজের ‘প্রথম’ জয়