হোম > খেলা

কোটি টাকার নারী হকি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি শুরু হচ্ছে আজ। দেশের ১৮ জেলা দলের অংশগ্রহণে চারটি জোনে শুরু হবে এ টুর্নামেন্ট। গত অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক জেতায় নারী হকির গুরুত্ব বেড়ে গেছে। হকি ফেডারেশন নারী হকির উন্নতিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে শুধু নারীদের নিয়ে আলাদা একটি হকি টুর্নামেন্ট আয়োজন করল ফেডারেশন। নারী হকি টুর্নামেন্টে অংশ নেওয়া জোনগুলো হলো : রাজশাহী, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা।

জোন-১-এর ভেন্যু রাজশাহীতে খেলবে জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুর জেলা। জোন-২-এর ভেন্যু ময়মনসিংহে অংশ নেবে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রকোনা ও ময়মনসিংহ। জোন-৩-এর ভেন্যু যশোরে লড়বে যশোর, নড়াইল, ঝিনাইদহ ও পটুয়াখালী। আর জোন-৪-এর ভেন্যু কুমিল্লায় খেলবে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট জেলা। প্রথম ধাপ শেষে প্রতিটি জোন থেকে একটি করে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হবে। ডিসেম্বরের শেষে হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব, যেখানে চার জোনের সেরা দলগুলোর সঙ্গে বিকেএসপি যোগ দেবে ফাইনাল রাউন্ডে। এ প্রতিযোগিতায় প্রায় ৯৯ লাখ টাকা দিচ্ছে ব্র্যাংক ব্যাংক।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আমরা নারী হকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এর আগেও তারা আমাদের উইমেন্স ওপেন ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে স্পন্সর করেছিল। এবার আরো বড় পরিসরে, আরো বেশি জেলা নিয়ে আয়োজন করছি। মেয়েরা এখন নিয়মিত খেলছে, আমরা চাই এই ধারাটা আরো শক্ত হোক।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেক জোনের দলগুলো চাইলে নিজেদের মধ্যে সমন্বয় করে একটি করে শক্তিশালী দল গঠন করতে পারবে। লক্ষ্য একটাই-যত বেশি মেয়ে মাঠে নামবে, তত বেশি প্রতিযোগিতা বাড়বে, ততই খেলার মান উন্নত হবে।’

কোচ কাবরেরার ছকেই অনুশীলন জামালদের

বাংলাদেশকে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ

অবসরের ইঙ্গিত অ্যালিসা হিলির

বাংলাদেশে জয় চান ভারত কোচ জামিল

হোল্ডারের পর শেফার্ডের হ্যাটট্রিক

তানজিদের নতুন রেকর্ড

জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন

রাইজিং এশিয়া কাপেও মুখোমুখি ভারত-পাকিস্তান

তানজিদের ৮৯ রানের পরও বাংলাদেশ ১৫১

অস্ট্রেলিয়ার কাছে হেরে পিছিয়ে পড়ল ভারত