হোম > খেলা

সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার স্মরণে মোহামেডানের দোয়া মাহফিল

স্পোর্টস রিপোর্টার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ সোমবার (৫ জানুয়ারি) দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বিকেল ৩টায় ক্লাব প্রাঙ্গনে এ মিলাদ মাহফিলে ক্লাবটির পরিচালক, স্থায়ী সদস্য, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক-বর্তমান খেলোয়াড়, সাংবাদিকসহ ক্রীড়াঙ্গণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নামে দেশের ক্রীড়াঙ্গণে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোহামেডান বড় আকারে মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলটির কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলু, মোহামেডানের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী, বাফুফের সাবেক সভাপতি এস সুলতান, মোহামেডানের সাবেক ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইঁয়া, পরিচালক মাহবুবুল আনাম, মাসুদুজ্জামান, বিএনপি নেতা শরিফুল আলম, সাফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এএ আদেল ও বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ আরো অনেকে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে সাবেক ফুটবলারদের উপস্থিতিই বেশি ছিল। মিলাদ মাহফিলে উপস্থিত অনেকেই খালেদা জিয়ার সঙ্গে নিজেদের স্মৃতিময় কথা তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনেরও অভিভাবক ছিলেন। দেশের খেলাধুলার উন্নয়নে নানাবিদ কর্মসূচি গ্রহণ করেছিলেন খালেদা জিয়া। এসব কিছুই এখন শুধুই স্মৃতি।

৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু শুক্রবার

দাপুটে জয় দিয়েই অ্যাশেজ শেষ করল অস্ট্রেলিয়া

বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বার্সেলোনা

বৈশ্বিক আসরে ক্রিকেটে যত ওয়াকওভার

টিভির পর্দায় মাদ্রিদ ডার্বিসহ আরও যত খেলা

‘নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়’

সহজ জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

শীর্ষে চট্টগ্রাম, সিলেটের চতুর্থ হার

ভারতীয় বোর্ডের ‘নিন্দনীয়’ কাজে মোস্তাফিজের পক্ষে শশী থারুর

আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ