হোম > খেলা

৩৫৮ রান তাড়া করে জিতল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

একটা সরল অংকে অনেকগুলো হিসেবি নিয়ম থাকে। ধারাবাহিকভাবে করে গেলে তবেই সমাধান মিলে যায়। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঠিক সেটাই করলো দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় নেমে একদম মাপা ব্যাটিং। আর তাতেই সকল হিসেব মিলিয়ে ৩৫৮ রান তাড়া করে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরল প্রোটিয়ারা। সিরিজের শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শনিবার ম্যাচটি হবে বিশাখাপত্তনমে।

ওয়ানডেতে সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি। ওয়ানডেতে এর চাইতে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে পাঁচটা। দক্ষিণ আফ্রিকার এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এটি ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ রানা তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৯ সালে অন্য কীর্তিটি গড়েছিল অস্ট্রেলিয়া।

রান তাড়ায় নেমে মূল কাজটা করেছেন এইডেন মার্করাম। ৯৮ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। তাকে ১০১ রানের জুটিতে সঙ্গ দিয়েছেন টেম্বা বাভুমা (৪৬)। এই পথ ধরে বাকি কাজটা সারেন ব্রেভিস (৫৪), ব্রিটজকে (৬৮), ও বশ (২৯*)।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ১৪ ও যশস্বী জয়সওয়াল ২২ রানে ফেরেন। তিনে নামা কোহলি (১০২).ও চারে নামা ঋতুরাজ (১০৫) সেঞ্চুরি তুলে নেন। এ নিয়ে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি হলো ৫৩টি, সব মিলিয়ে ৮৪টি। শেষের কাজটা করেছেন লোকেশ রাহুল (৬৬) ও রবীন্দ্র জাদেজা (২৪)।

১০ ওভারে ৬৩ রান দিয়ে মার্কো ইয়ানসেন ২ উইকেট তুলে নেন। নান্দ্রি বার্গার ও এনগিডি লুঙ্গি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৮/৫ ( কোহলি ১০২, ঋতুরাজ ১০৫; ইয়ানসেন ২/৬৩. এনগিডি ২/৫১)
দক্ষিণ আফ্রিকা: ৪৯.২ ওভারে ৩৬২/৬ (মার্করাম ১১০, ব্রিটজকে ৬৮; অর্শদীপ ২/৫৪, প্রসিদ্ধ ২/৮৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: এইডেন মার্করাম।

আর্সেনালের জয়ের রাতে চেলসি-লিভারপুলের হোঁচট

এমবাপ্পের জোড়া গোল, তিন ড্রয়ের পর রিয়ালের জয়

রক্ষণে দুর্বলতাই বড় সমস্যা

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের

বোলারদের দাপটের মঞ্চে এগিয়ে নিউজিল্যান্ড

সিলেটের সহজ জয়, বরিশালের হার