হোম > খেলা

জয়ের লক্ষ্য বাংলাদেশের, আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সঙ্গে দারুণ খেলে বেশ প্রশংসা কুড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তিন লড়াইয়ে দুই জয় লঙ্কান নারীদের। বাকি এক ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। জয়ের দেখা না পেলেও লঙ্কানদের সঙ্গে শক্তিমত্তায় খুব একটা পিছিয়ে নেই লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো জয়ের দেখা পায়নি লঙ্কানরা। দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার সুবাদে ২ পয়েন্ট পেয়েছে তারা। ফলে জিততে মরিয়া থাকবে লঙ্কান নারীরা।

এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ হতে পারেন লঙ্কান ব্যাটার নিলাস্কা সিলভা ও হার্শিতা সামারাবিক্রমা। দুজনই সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আছেন দারুণ ছন্দে। অন্যদিকে বল হাতে বাংলাদেশকে ধসিয়ে দিতে পারেন ইনোকা রানাবীরা ও ডিউমি ভিয়াঙ্গা। ফলে তাদের বিপক্ষে বেশ সতর্ক থাকতে হবে বাংলাদেশের মেয়েদের। তবে ফর্মে থাকা শারমিন সুলতানা সুপ্তা, রুবাইয়া হায়দার ঝিলিক ও নিগার সুলতানা জ্যোতিরা যদি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, তাহলে অবশ্য লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়া কঠিন কিছু হবে না। পাশাপাশি বল হাতে রাবেয়া খান, ফাহিমা খাতুন ও মারুফা আক্তাররাও থাকবেন জ্বলে ওঠার আশায়। তাদের পারফরম্যান্সে ভর করে লঙ্কানদের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলে সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের জন্য। তা না হলে এই ম্যাচেই থামবে সেমিফাইনালে খেলার স্বপ্ন। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে বাংলাদেশ কতটুকু পারফর্ম করতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।

রিয়ালের মাঠে অতিথি জুভেন্টাস

আর্সেনালের মাঠে বিধ্বস্ত অ্যাটলেটিকো, জিতল সিটিও

গোল বন্যায় দেম্বেলের প্রত্যাবর্তন রাঙাল পিএসজি

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদোর পুত্র

সুপার ওভার ব্যর্থতার পর সৌম্য, ‘আমার জন্য ব্যর্থতা’

টিভির পর্দায় রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের লড়াই

স্পিন, স্পিন, স্পিন, আর স্পিন; বিশ্বরেকর্ড!

নাটক, ম্যাচ টাই, সুপার ওভার, উইন্ডিজের জয়

লোপেজের হ্যাটট্রিক, রাশফোর্ড জোড়ায় বার্সার গোল উৎসব

ছোট্ট ক্লাব মিয়ালবির নতুন রূপকথা