হোম > খেলা

সাইফ-সৌম্যে খুশি অধিনায়ক মিরাজ

স্পোর্টস রিপোর্টার

সাইফ হাসান ও সৌম্য সরকার

তৃতীয় ওয়ানডেতে দারুণ শুরু এনে দেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৭৬ রান। তাদের ওই দারুণ জুটিতে ভর করে ২৯৬ রানের বড় সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই ইনিংসে ভর করে ১৭৯ রানের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দুই ওপেনারের এমন দারুণ ইনিংসে খুশি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশি ব্যাটারদের রান না পাওয়া নিয়ে যে অভিযোগ ছিল, সেটা কাটিয়ে ওঠায়ও খুশি তিনি।

সাইফ ও সৌম্যের পারফরম্যান্স নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। অনেক দিন থেকেই ব্যাটাররা স্ট্রাগল করছিলাম, আপনারা সবাই জানেন। আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যেকোনো সময় কামব্যাক করতে পারি। ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে, সেটাই খেলেছে। ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। আমার কাছে মনে হয় যে ওরা দুজন যেভাবে ব্যাটিং করেছে এটার জন্যই আমাদের টিমটা একটা ভালো অবস্থানে গেছে।’ তিনি আরো যোগ করেন, ‘এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে। সো আমরা কিন্তু ওরা দুজন অ্যাগ্রেসিভ ব্যাটিং করার জন্য আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে।’

পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। ভবিষ্যতেও এমন হোম অ্যাডভান্টেজ নিবে কি না দল- এই প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নেব। কারণ, দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়।’ পাশাপাশি তিনি বলেন, ‘বাট বাই-ল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পরট্যান্ট।’

অস্ট্রেলিয়ার স্কোয়াডে ব্যাপক পরিবর্তন

অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকা গ্রেপ্তার

ফিক্সিং নিয়ে আদালতে বিসিসিআই

৬ গোলের রোমাঞ্চ জিতল আবাহনী

চোট কাটিয়ে ফিরছেন ম্যাক্সওয়েল

সোমবার শুরু টি-টোয়েন্টি লড়াই

বিরল রোগ থেকে ফিরে শিরোপার নায়ক তিলক

আগামীকাল শুরু জাতীয় ক্রিকেট লিগ

থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল নারী দল

নারী বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত