হোম > খেলা

কনওয়ে-ড্যারিলের ফিফটিতেও সংগ্রহ বড় হয়নি কিউইদের

স্পোর্টস ডেস্ক

ড্যারিল মিচেল

জিম্বাবুয়েকে অল্প রানে আটকে দিয়ে দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। বিনা উইকেটে তুলে ফেলেছিল ৯২ রান। উইল ইয়াং বিদায় নিলেও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন ডেভন কনওয়ে। তাতে দুই উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ফেলে সফরকারীরা। কিন্তু হঠাৎই ছন্দ পতন ঘটে। ৪২ রানের ব্যবধানে কিউরা হারিয়ে ফেলে ৫ উইকেট। ওপেনার ডেভন কনওয়ে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নিলেও ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছিলেন ড্যারিল মিচেল। ৮০ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন তারকা এ অলরাউন্ডার।

কিন্তু উইকেটের অন্যপ্রান্তে চলেছে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। তাই তো প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩০৭ রানের বেশি পুঁজি গড়তে পারেনি মিচেল স্যান্টনারের দল।

জিম্বাবুয়ের হয়ে ৩ টি উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আর দুটি উইকেট গেছে তানাকা চিভাঙ্গার পকেটে। তার আগে ম্যাট হেনরির পেসঝড়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৯ রানে।

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৪৯/১০, ৬০.৩ ওভার (আরভিন ৩৯, টিগা ৩০, ওয়েচ ২৭; হেনরি ৬/৩৯, স্মিথ ৩/২০)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭/৯, ৯৬.১ ওভার (কনওয়ে ৮৮, ড্যারিল ৮০, ইয়াং ৪১; মুজারাবানি ৩/৭৩ ও চিভাঙ্গা ২/৫১)।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৩১/২, ১৩ ওভার (বেনেট ১৮, কারান ১১; হেনরি ১/১১ ও উইল ১/১৮)।

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ