হোম > খেলা

দলের হার দেখলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান সিরি’এতে টেবিলের শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গার বিপক্ষে আগের ম্যাচে নেইমার জুনিয়রের একমাত্র গোলে ভর দিয়ে জয় পায় সান্তোস। সে ম্যাচের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে এবার মাঝের সারির দল মিরাসলের কাছে ৩-০ গোলে হারল তারা।

ফ্ল্যামেঙ্গার বিপক্ষে জয়সূচক গোল এনে দিলেও মিরাসল ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি নেইমারকে। তার দলও পারেনি হার এড়াতে। প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও সান্তোসের আক্রমণ ছিল নির্বিষ। স্বাগতিকদের গোল অভিমুখে আটটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি সান্তোস।

প্রথমার্ধেই সবগুলো গোল হজম করে সান্তোস। মিরাসলের হয়ে ৬৯ মিনিটে ডেডলক ভাঙেন সিকো। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান ডি সিলভা। যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন রেনাতো। টেবিলের ১৪ নম্বরে আছে সান্তোস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ সমান পয়েন্ট। সাতে উঠে এসেছে মিরাসল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান