হোম > খেলা

পাকিস্তানের বোলিং তোপে শ্রীলঙ্কার মামুলি পুঁজি

স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল জয়ে ফেরার। এমন ম্যাচে ভালো ব্যাটিং করতে পারল না শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করতে পেরেছে তারা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে ৬ রান তুলেছে পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা। দুজনে মিলে ৩ ওভারেই তুলে নেন ৩০ রান। লঙ্কানরা আরো চড়াও হওয়ার ইঙ্গিত দিতেই আঘাত হানেন ফাহিম আশরাফ। ১২ বলে ২২ রান মিশারাকে ফখর জামানের ক্যাচ বানিয়ে ফেরান। এরপর কুশল মেন্ডিস ফিরে যান ৩ রান করে।

জানিথ লিয়ানাগেকে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন অন্য ওপেনার নিসাঙ্কা। দুজনের জুটিতে দল পঞ্চাশ পার হয়। নিসাঙ্কা ১৭ রান করে ফিরলে ভাঙে জুটি। খানিকবাদে টানা দুই বলে ফিরে যান কুশল পেরেরা ও দাসুন শানাকা। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের ব্যাটিং। সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এক লিয়ানাগেই অপরাজিত ছিলেন ৩৮ বলে ৪১ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। ৪ ওভারের কোটায় রান দিয়েছেন মাত্র ১৭। ১টি করে উইকেট নেন সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৮/৭ (লিয়ানাগে ৪১*, পেরেরা ২৫, মিশারা ২২; নাওয়াজ ৩/১৬, ফাহিম ১/১৫, সালমান ১/২৬)। অসমাপ্ত

শততম টেস্ট রাঙালেন মুশফিক

সৌম্যর ডাবল সেঞ্চুরি মিস, মার্শালের সেঞ্চুরি, ইফরান-মুকিদুলের ফাইফার

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

টেস্ট ব্যাটিং নিয়ে খুশি আশরাফুল

কুলদীপের স্পিনে এগিয়ে ভারত

নিউজিল্যান্ডের কাছে ক্লিন সুইপ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

বোলারদের রাজত্বে হেডের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

তিমুর-লেস্তের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

ইংল্যান্ড অল আউট ১৬৪, পার্থে উইকেট শিকারের উৎসব