যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া পরিচালনা করছে ভেনেজুয়েলা। শনিবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো একথা জানান। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপির।
পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দেয়ার একদিন পর এই পদক্ষেপ নেয়া হলো। এই অঞ্চলে মাদকবাহী নৌযানে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এসব মার্কিন হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।
পাদ্রিনো বলেন, ‘৭২ ঘন্টা আগে শুরু হওয়া মহড়া পরিচালনা করা হচ্ছে, উপকূল সুরক্ষায় এই প্রতিরক্ষা মহড়া। এই অভিযান শুধুমাত্র বড় আকারের সামরিক হুমকি থেকে নিজেদের রক্ষা করার জন্য নয়, মাদক পাচার, সন্ত্রাসী হুমকি এবং দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত গোপন অভিযান থেকে নিজেদের রক্ষা করার জন্য এই মহড়া।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন। তিনি জানান, ক্যারিবীয় দেশটিতে কথিত মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে স্থল হামলার কথাও বিবেচনা করা হচ্ছে। এরপর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
২ সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ১০টি মাদকবাহী নৌযান হামলা চালিয়েছে, যার মধ্যে আটটি হামলা ক্যারিবীয় অঞ্চলে ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাকারবারে নেতৃত্ব দেয়ার অভিযোগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো।
আরএ